স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন দেখে যাই
স্বপ্নেতে বাস করি তাই স্বপ্ন খুঁজে বেড়াই
স্বপ্নতে গান গাই আমি স্বপ্নে তুলি যে সুর
স্বপ্ন দেখে রাত কাটাই হায়
বাস্তব অনেক দূর।
স্বপ্ন দেখার রাত ফুরোলে
সূর্য উঁকি মারে
দুমোঠো দুই চালের খোঁজে
হন্য জীবন হা রে
বাস্তবতার কঠিন জীবন
সংগ্রাম প্রতিক্ষণ
স্বপ্নগুলো চুর চুর হয়
ভেংগে যায় সেই মন।
স্বপ্নেতে তুমি রোজ আসো বলে
জেগে স্বপ্ন দেখি
হাত বাড়ালেই দূরে সরে যাও
স্বপ্ন ভেঙ্গে তাই উঠি।
স্বপ্নে কেন যে এত ভালোবাসাবাসি
সামনে তোমায় দেখে
বাস্তবতার নির্মম ঠেলায়
ভালোবাসা যায় ভেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন