শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

ছোপ ছোপ অন্ধকার



ছোপ ছোপ অন্ধকার
- যাযাবর জীবন


ছোপ ছোপ কিছু কালো ঝুলে থাকে রাতের অন্ধকারে
কিছু কালো মনে,
মন কোথায়?
সে তো কবেই হারিয়ে গিয়েছে তো'তে;

ভালোবাসায় অনেক না বলা কথা ছড়িয়ে ছিটিয়ে থাকে
যে ভালোবাসে সেই বোঝে
প্রেমিকের কথোপকথন চলে প্রেমিকার সাথে
একা একা মনে মনে
নির্ঘুম চোখে
ছোপ ছোপ কালো অন্ধকারে সারারাত ধরে;

কিছু ঘুম আসুক রাতের চোখে
ছিটে ফোঁটা কিছু আসুক না হয় আমার চোখে,
ঘুম তো সেই কবেই হারিয়েছি তো'তে
ছোপ ছোপ ভালোবাসায়, রাতের ঝুলন্ত কালো অন্ধকারে;

আমার সাথে কোন একরাতে ঝুলবি নাকি?
নির্ঘুম ভালোবাসার ঝুলে।













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন