সময় কোথায়?
- যাযাবর জীবন
কেন রে তুই রাত পাঠালি আমার শহরে?
তুই তো ঠিকই নীল দেখছিস তোর শহরে, দুপুর রোদে;
আমারও যে বড্ড নীল দেখতে ইচ্ছে করে তোর সাথে!
আমারও যে নীলে ভাসতে ইচ্ছে করে তোকে নিয়ে!
আমারও তো তোকে দেখতে ইচ্ছে করে দুপুর হয়ে
আমার যে তোকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে, ভালোবাসায় ডুবে;
একদিন যখন তোর শহরে রাত নামবে
একদিন যখন তোর জানালায় চাঁদ উঠবে
একদিন যখন আমার শহর রোদে ভাসবে
একদিন যখন আমার শহরে নীল আসবে
দেখিস, আমি ঠিক তখন পৌঁছে যাব তোর কাছে, জ্যোৎস্না ডানায়;
এক সময় না এক সময় দূরত্ব পারি দিতে হয় ভালোবাসায়,
স্থানের ও মনের;
আজ বড্ড মন কেমন করছে তোর পাঠানো রাতে
আজ অন্ধকারে বড্ড বেশী কালো দিয়ে ফেলেছিস, আমার নির্ঘুম চোখে
আজ কেন জানি খুব বেশী দেখতে ইচ্ছে করছে তোকে;
জীবন অতটা সময় দেবে কি একবার তোর কাছে যেতে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন