শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

হিম হিম শীত রাত



হিম হিম শীত রাত
- যাযাবর জীবন


হিম হিম শীত রাত
গায়ে চাদর প্যাঁচানো
ওম ওম কোমল উলেন চাদর;

আচ্ছা!
তোর কি সেই রাতটার কথা মনে আছে?
সেই প্রথম রাতটার কথা!

সেটাও তো কোন এক শীতের রাতই ছিলো,
হিম হিম শীতার্ত রাত,
সে রাতে গায়ে চাদর ছিলো না কোনো;
এক মগ কফিতে অনেকটা সময় পাড় করে দিয়েছিলাম আমরা, সহজ হতে গিয়ে
তারপর আরো এক মগ গরম চায়ে আরেকটু সময়
এবার তুই বেশ সহজ হয়ে গিয়েছিলি, খানিকটা সহজ আমি
প্রকৃতিতে শীত শীত ভাব থাকলেও হাতে কাপের গরম
মনে ওম ওম,
কাপের গরম?
কি জানি! হয়তো মনের;

তারপর আরো কিছু সময় টুকটাকের পর বললি আরেক কাপ কফি হলে কেমন হয়?
ধোঁয়া ওঠা কফির কাপে বাষ্পীভূত হচ্ছিলো সময়
বাষ্পীভূত মন
চা কফি থেকে ঠোঁটে ছোঁয়া পেতে তিন কাপ,
তারপর আর শীত লাগে নি আমাদের কারোরই;

ভোর বেলায় তোর প্যাঁচানো বাহুর ওমে একবার চোখ মেলেছিলাম
তারপর আবার ওম ওম ঘুম,

সেটাও এক শীত রাত ছিলো
সারারাত গায়ে প্যাঁচানো ছিলি তুই
আর ওম ওম কোমল ঘুম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন