বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

কালোরাত


কালোরাত
- যাযাবর জীবন


কালো রাতে আলো কোথায়?
ওখানে তিমির অন্ধকার
মৃত্যুর হাতছানি
ওখানে রাশি রাশি হতাশা
ঢেউ ঢেউ কষ্ট
থৈ থৈ কান্না;

কিছু কিছু রাত হঠাৎ হঠাৎই আসে
কালো হয়ে
স্বত্বাকে নাড়িয়ে দিয়ে,
জীবনটা কতই না চমৎকার!
মৃত্যুতে অনুভব;

আমি কতবার পাথর হয়েছি কালোরাতে!
স্থবির হয়েছি মৃত্যু দেখে,
ঐ তো নিথর পরে আছে শব
প্রিয় মানুষটা
আজ দীর্ঘ কালোরাত আমার;

একদিন আমিও থাকব না পৃথিবীতে
কালোরাত পারি দিবে আপন জনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন