বুধবার, ৭ মার্চ, ২০১৮

সমান্তরাল



সমান্তরাল
- যাযাবর জীবন


একটা তুই
একটা আমি
সমান্তরাল একজোড়া রেলের পাত,

একপাশে তুই
একপাশে আমি
ভালোবাসা সমান্তরাল,

আমরা দুজন রেলের তুই পাতে বসে ভালোবাসি দুজনকে
অনুভব করি রেলের পাতে
চেয়ে থাকি দূর দিগন্তে
কখন রেলের পাত মিশবে একসাথে,

আমাদের ভালোবাসা মিশে না
মেশা হয় না তোর আর আমার
তবুও ভালোবাসা সমান্তরাল
তোর আর আমার।
আদতে একক জীবন রাজা রাজা
প্রেমে সুখের দ্বিখণ্ডন তো মধুময় ভুবন
অসম প্রেম তো সংকটময় জীবন
মনের ঙ বিভাজন
প্রেমের বহুগমন
অশান্তি চরম
ৎ মরণ;

কেও বুঝে সতর্ক হয়
কেও আগুনে ঝাপ দেয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন