জীবনের চাকা
- যাযাবর জীবন
আমি তুই আমি তুই
জীবনের চাকা
প্রেম প্রীতি ভালোবাসা স্বার্থে ঢাকা
সকালে উদয় সন্ধ্যায় অস্ত
টিকটিক টিকটিক সূর্যের কাঁটা
চাঁদ আর চাঁদনি
সূর্যের দিন
হাড়িকুড়ি ঝনঝন
প্রতিদিন প্রতিদিন
ফেলে আসা দিনগুলো স্মৃতি কুড়ায়
তুই আমি প্রতিদিন সময় গড়ায়
টিকটিক টিকটিক ঘড়ির চাকা
তোর আমার ভালোবাসা সূর্যে সূর্যে ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন