প্রথমে যেদিন আঙুল ছুঁয়ে দিলি আঙুলে
সেদিন মনে এক অন্যরকম শিহরণ
তারপর আঙুলে আঙুল রেখে কিছু পথ
একদিন কফি শপে টেবিলের দুপাশে দুজন
আঙুলে আঙুল স্পর্শে ভাবাবেগ
আর ঠাণ্ডা কফির কাপ
ঘনিষ্ঠতায় আরেকটু কাছে আসা
টেবিলের একপাশে বসে আঙুলে আঙুলে খেলা
কফির কাপ চুমুকের অপেক্ষায়
তারপর নির্ভরতা
আঙুল থেকে হাতে হাত
একসাথে বাড়ি ফেরা
আঙুলের নির্ভয়তা হৃদয় ছুঁয়ে দিতেই
বুকের ওপর হাত
ভালোবাসার ধুকপুক
হৃদয় হৃদয় ছুঁয়ে দিতে ঘর বাঁধার স্বপ্ন
তারপর আবার আঙুলে আঙুলে
বন্ধনে আংটি বিনিময়
আংটিতে আংটি আঙুলে আঙুল
জোড়া বেঁধে রয়
ভালোবাসা কথা কয়
নির্ভরতায় নির্ভরতা, ভালোবাসায় ভালোবাসা
শরীরে শরীর জড়িয়ে রয়
ভালোবাসা কথা কয়
০৯ ডিসেম্বর, ২০২০
#কবিতা
আঙুলে আঙুলে গল্প
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন