শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

সকাল দেখা

সূর্য প্রতিদিনই ওঠে

সকাল প্রতিদিনই আসে,  

এক একটা সকাল এক এক রকম 

প্রত্যেকটা সকালই নতুন, প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা

প্রত্যেকটাই কিন্তু সকাল অথচ একটার সাথে অন্যটার পার্থক্য কি ভীষণ!

 

আমি প্রাকৃতিক পার্থক্যের কথা বলছি না 

বলছি না ঋতুভেদের কথা 

শীতের কুয়াশার সকালের সাথে তো বর্ষার বৃষ্টিস্নাত সকাল আলাদা হবেই

কিংবা হেমন্তের সকালের সাথে বসন্তের 

অথবা গ্রীষ্মের সকালের সাথে শরতের; 


আমি ভাবাবেগের পার্থক্যের কথা বলছি

ভাবাবেগে সকাল দেখার কথা বলছি; 


ধর রাতে খুব ভালো ঘুম ঘুমিয়ে, ঘুম থেকে উঠে সূর্য দেখা 

আর সারারাত না ঘুমিয়ে দুপুরে সকাল দেখা, এক হলো? 

কিংবা ধর একাকী রাত কাটিয়ে সকাল হওয়া 

আর রাতে প্রেম শেষে প্রিয়ার বুকে শুয়ে সকাল দেখা, এক হলো?

অথবা সারারাত দুজনে তুমুল ঝগড়ায় সকালে একজন বাড়ি ছেড়ে যাওয়া

আর ভোরের সূর্যে মিটমাট হয়ে প্রেমে মত্ত হয়ে সকাল দেখা, এক হলো?

সকালে তো কত কিছুই হতে পারে! 

কত ভাবাবেগেরই তো পরিবর্তন হয়ে যায় যা ছিলো রাতের অন্ধকারে, তাই না? 

  

আমি নতুন সূর্যে নতুন সকাল দেখতে চাই ধনাত্মক ভাবাবেগে

ঋণাত্মক চিন্তাভাবনা নতুন সূর্যকে কেবল কুয়াশায়ই ঢেকে রাখে

প্রকৃতিতে নয় কিন্তু! মনের গহীন কারাগারে, 

ভাবাবেগের সাথে সকালের পরিবর্তন লক্ষ্য করেছ? 

মনটা বড় অদ্ভুত, তাই না! 


পূবাকাশে ঐ যে সূর্য উঠছে,  

ঐ দেখ পাখিগুলো উড়ছে

চলো সকাল দেখি। 


১৪ ডিসেম্বর, ২০২০ 


#কবিতা 

সকাল দেখা 

 - যাযাবর জীবন 


ছবিঃ মোবাইল ক্লিক। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন