স্পর্শ তো সবাই চেনো
স্পর্শের অনুভূতিগুলোও সবাই জানো
অনুভূতিগুলোর পার্থক্য বুঝতে পারো?
স্পর্শ আর স্পর্শের পার্থক্য?
আমি পুরুষ আর নারীর স্পর্শের কথা বলছি;
স্পর্শগুলো এক এক বয়সে এক এক রকম
এক এক বয়সের স্পর্শের এক এক ধরণ,
কৈশোরের স্পর্শে কিছু কামের আবেশ
যৌবনের স্পর্শে প্রবল কামাবেগ
প্রৌঢ়ত্বের স্পর্শে নির্ভরতার আবেশ
বার্ধক্যের স্পর্শ, কেও তো আছে অনুভবের!
স্পর্শ মানে শুধু ছুঁয়ে দেখা নয়
স্পর্শ মানে ছুঁয়ে থাকা
শরীরে শরীরে, মনে মনে
স্পর্শ যদি মনে নাই হলো তাহলে আর অনুভূতি দাগ কাটে কোথায়?
কেউ যুগ যুগ স্পর্শে অনুভূতিহীন দিন কাটায়
কেউ বা একটু ছুঁয়ে দিয়েই অনুভবে হারায়
সে ভালোবাসার অনুভবই হোক কিংবা ঘৃণার অথবা নির্ভরতার;
কিছু পুরুষ শুধুই ছুঁয়ে যায়
সকল নারীই অনুভব করে
অল্প কিছু পুরুষও আছে, অনুভূতি হৃদয়ে ধরে;
স্পর্শ সবচেয়ে ভালো চেনে নারী।
১৯ ডিসেম্বর, ২০২০
#কবিতা
স্পর্শে চেনা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন