একটা বয়স পর্যন্ত বাবা মায়ের কাছে সন্তান বড়ই আপন
আবার এই আপন সন্তানটাই ধীরে ধীরে পর হতে থাকে ঘরে বউ এলে,
খুব হঠাৎ করেই বদলে যেতে থাকে বাবা মায়ের সাথে মধুর সম্পর্কগুলো;
একটা বয়স পর্যন্ত সন্তানের কাছে বাবা-মা বড়ই আপন
আবার এই আপন সম্পর্কটাই একটু একটু করে পর হতে থাকে শরীরের যৌবন এলে
বাবা মায়ের সাথে দূরত্ব আরেকটু বাড়ে মনে প্রেম এলে
তারপর সম্পর্কের নদীতে ভাটা চলে ঘরে বউ এলে,
খুব হঠাৎ করেই বদলে যেতে থাকে বাবা মায়ের সাথে আগের মধুর সম্পর্কগুলো;
এমনটা যে কেন হয় আমার জানা নেই
আমি কান পেতে সংসারে ভাঙ্গনের শব্দ শুনি,
একটা সময় খুব দুঃখ হতো
আজকাল আর হয় না,
দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে চোখ
ঘা খেতে খেতে শক্ত হয়ে গেছে মন
সন্তান থাকাকালীন সময়ে বাবা মায়ের কাছ থেকে ঘা খেতে খেতে,
বাবা হওয়ার পর থেকে সন্তানদের কাছ থেকে ঘা খেতে খেতে,
জীবনের চক্র ঘুরেফিরে প্রত্যেকের জীবনেই আসে;
আজকাল কেন জানি দুঃখ গুলো আমাকে আর তেমন করে ছোঁয় না
কিংবা হয়তো কে জানে কষ্টগুলো আরও গভীর হয়ে কামড়ে বসে
কিন্তু আমি কষ্টগুলোকে লুকিয়ে রাখি হাসির অন্তরালে;
আজকাল আমি সবকিছুতেই হাসি
সুখেও হাসি দুঃখেও হাসি
মন ভালো থাকলেও হাসি মন খারাপ থাকলেও হাসি
মন খুশি থাকলেও হাসি চোখ কান্না করলেও হাসি
হয়তো হেসেই উড়িয়ে দিতে চাই মনের সকল অনুভূতিগুলো
উড়িয়ে দেয়া না গেলেও আড়াল তো করা যায়!
সেটাই বা কম কিসে?
তোমরা নিশ্চয়ই সাদাকালো ছবি দেখেছো
সাদার ঠিক ওপাশেই রয়েছে কুচকুচে কালো
আমরা সবাই সাদা দেখতে চাই, কালো তে আমাদের বড্ড ভয়
আমরা সবাই হাসতে চাই, মনের ভেতর যতই কান্না রয়,
অনুভূতিগুলো না হয় সব আমারই থাকুক, মানুষ না হয় আমার হাসিমুখই দেখুক।
#হিবিজিবি_আর_হাবিজাবি
হাসিমুখ
- মোঃ আহসানুল হক
৩১ অক্টোবর, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন