ভাই আমি রোজা রেখেছি সারাদিন কাটাতে হয় অত্যন্ত সাবধানে
যেন রোজা রেখে ভুলেও একফোঁটা পানি পেটে না চলে যায়
খাওয়া খাদ্যের তো প্রশ্নই ওঠে না, তবে ঘুষ খাই অবলীলায়
আরে বাবা! বাজারের যে অবস্থা! বেতনের টাকায় সংসার চলে?
টাকা জিনিষটাই বড্ড নোংরা তবুও ঐ আর কি, সংসার চালাতে;
তবে আজকাল আর আগের মত হাত দিয়ে টাকা ছুঁয়েও দেখি না
আরে বিকাশ নাম্বার আছে না? ডিজিটাল দেশের ডিজিটাল লেনদেন
আরে নাহ! ব্যাঙ্ক একাউন্টে ট্রান্সফার করো না, ডকুমেন্ট থেকে যায়
তবে একাউন্টে ক্যাশ জমা করে রিসিটটা হোয়াটস এপে পাঠিয়ে দিও
সময় মত ফাইল সই হয়ে যাবে, রোজাদার বলে কথা,
আমি আবার কথার পাকা, রোজা রেখে কারও হক মারি না,
ওহ আরেকটা কথা, আমার একাউন্ট কিন্তু ইসলামি ব্যাংকে
ঐ সব সুদের কারবারি আমি করি না;
আমরা এক আজব জাতি!!!!!
সুদ হারাম বলে ঘুষের টাকা রাখি ইসলামি ব্যাংকে
মানুষের হক মেরে খাই নির্দ্বিধায়
চোগলখোরি গীবত তো হরেদরে ঘরেঘরে
আরে ওটা একটু না করলে আমাদের মুখের আরাম হবে কি করে!
সেলুকাস মানসিকতা;
কি বললেন ভাই? নামাজ?
আরে ভাই আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য সারাদিন না খেয়ে আছি
এটাই অনেক বেশি না?
তবে নামাজটাও ধরে ফেলব ইন শা আল্লাহ্,
আরেকটু বয়স হোক, চুল দাঁড়ি ভালমতো পাকুক
আপনাদের ফাইলের সংখ্যা আরেকটু বাড়ুক
তবেই না ফাইভ স্টার হজ্জের প্যাকেজ কিনতে পারব!
ভাই অবস্থা যা দাঁড়িয়েছে, ফাইভ স্টারে যেতে না পারলে ইজ্জত থাকে?
একবারে হজ্জ করেই নামাজ ধরব ভেবে রেখেছি
দোয়া করবেন ভাই আমার জন্য
আর ফাইলটা সাইন হলেই আপনাকে মেসেজ করে দিব;
এই যে সারাজীবন কামানো দুনিয়াবি অর্থ আর স্বার্থ!
মালাকুল মউত যখন এসে ডাক দিয়ে বলবে, চল
তখন সবকিছু তুচ্ছ মনে হবে না?
পেছন ফিরে কি কিছু দেখতে পাব?
পুরোটা জীবন কি ভেসে উঠবে চোখের সামনে?
এই যে ঘুষের টাকায় গড়া আলিশান প্রাসাদ!
এই যে ব্যাংকে জমানো কাড়িকাড়ি অর্থ!
এই যে পরিবার পরিজন!
এদের কাওকে কি নিয়ে যেতে পারব?
অথচ কতজন কতভাবেই না কামিয়েছি ওই অর্থ
ঐ দিন কাজে আসবে কোন?
সবাই নিজেকে প্রশ্ন করতে পারে না।
#হিবিজিবি_ভাবনা
কাড়ি কাড়ি টাকা
- মোঃ আহসানুল হক
০৭ এপ্রিল, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন