বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

রক্তের হোলি

 বলতে পার রাজাকার কারা?

৭১ এ হানাদার বাহিনীর সাথে ছিলো যারা

আর ৭১ এ লাখো মানুষের পাশে ছিলো না যারা;

রাজাকার কি বংশ পরম্পরায় হয়?

তা হলে তো চার কোটি রাজাকারের সংখ্যা বারো কোটি হয়; 

আরে তা নয়, তা নয়

ওটা কথার কথা, ট্যাগ লাগাতে হবে না?

তাই বলে সাধারণ মানুষের কথা বাদই দিলাম

মুক্তিযোদ্ধার সন্তান কিংবা নাতিরা কিভাবে রাজাকার হয়?

অত কথা জিজ্ঞেস করো না তো!

বড্ড বিরক্ত লাগে

আর বিরক্ত করলে গুলি করে দেব

 - সব রাজাকারের বাচ্চারা; 


বলতে পার মুক্তিযোদ্ধা কারা?

৭১ এ হানাদার বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত ছিলো যারা

আর ৭১ এ লাখো মানুষের ঢাল হয়ে ছিলো যারা;

মুক্তিযোদ্ধা কি বংশ পরম্পরায় হয়?

উঁহু! ওটা যারা যুদ্ধ করেছে তারাই মাত্র হয়,

তাহলে মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ কেন?

ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে?

অত কথা জিজ্ঞেস করো না তো!

বড্ড বিরক্ত লাগে

আর বিরক্ত করলে গুলি করে দেব

 - রাজাকারের বাচ্চারাই এত প্রশ্ন করে; 


আচ্ছা! এই যে রাজাকার এই যে মুক্তিযোদ্ধা! 

তারা এখনো বেঁচে আছে?

বেশিরভাগই মরে গেছে 

দু পক্ষেরই 

অল্প কিছু বেঁচে আছে 

তারাও ধুঁকতে ধুঁকতে মৃত্যুর অপেক্ষায় পথ চেয়ে;

তাইলে এই যে এ নিয়ে এত এত গালাগালি!

রাস্তায় রাস্তায় সকল দেশরক্ষা-কারি সরকারি বাহিনী!

কি করছে ওরা খোলা বন্ধুক হাতে?

ট্যাঙ্ক কেন মোড়ে মোড়ে পথে পথে?

গুলি চলছে কেন আকাশ থেকে?

অত কথা জিজ্ঞেস করিস না 

বড্ড বিরক্ত লাগে

আর বিরক্ত করলে গুলি করে দেব

 - রাজাকারের বাচ্চারাই এত প্রশ্ন করে; 


গুলি তো করছেনই

দেদারসে

নতুন করে আরও কি করবেন?


এবার রক্তের হোলি খেলব পথে পথে, রাজপথে


আর ঐ রক্তাক্ত বাংলাদেশ?

 - এবার তোকেই গুলি করব। 


আচ্ছা! 

সংজ্ঞা অনুযায়ী বলতে পার ২৪ এর রাজাকার কারা?

হানাদার বাহিনীর সাথে ছিলো যারা

আর লাখো মানুষের পাশে ছিলো না যারা;


তাহলে ২৪ এর মুক্তিযোদ্ধা কারা?

সংজ্ঞা অনুযায়ী হানাদার বাহিনীর সাথে ছিলো না যারা

আর লাখো মানুষের পাশে ছিলো যারা। 



#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা 


রক্তের হোলি

 - মোঃ আহসানুল হক 


৩০ জুলাই, ২০২৪ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন