বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

গোপন কথা


গোপন কথা
- যাযাবর জীবন

কত গোপন কথাই না জীবনে থাকে
একান্ত নিজস্ব করে, মানুষ ঢেকে রাখে
কেও যাতে জানতে না পায়;
তোর আর আমার গোপন যত কথা
শাড়ির আঁচলে থাকার কথা ঢাকা
বাতাস হয়ে বইবে কেন রে গাছের পাতায়?

কার সাথে প্রেম করেছিলি রে তুই মনা
চুপে চাপে করে যেতি তা না
কে করেছিল তোরে মানা?
তোর আর তার গোপন প্রণয়
ঢাক ঢোলের বারিতে পুরো শহরময়
জানবে কেন রে লোকে?
তিলকে তাল করে
বলে বেড়ায় ঢোল মেরে
এ কেমন প্রেমিক বেঁছে নিয়েছিলি মনা?
তোর প্রেমের কথা আরেকজনের মুখে শুনি
যত সব নোংরা ভাষায়
সম্পর্কই চুকিয়ে দেই তাদের সাথে
তবুও; আমার তো শুনতে ভালো লাগে না।

প্রেমিক বাছতে আরেকটু সাবধান হয়ে যাস
নাইলে ভেঙ্গেচুরে ছারখার হয়ে যাবে তোর সংসার
যে কোন সময়;
সন্দেহের ছোট্ট স্ফুলিঙ্গ
দাবানলে পরিণত হতে সময় লাগে না।


মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

সৌন্দর্য



সৌন্দর্য
- যাযাবর জীবন

সুন্দরী কি কোনো উপমা?
কি জানি?
বুঝি না;
দেখি তোমার ঝাপসা চেহারা
ঘষা কাঁচের দেয়ালে,
আমার চশমার কাঁচটাও ঘষা
দাগ পড়ে গেছে অতি ব্যবহারে
এখানে ওখানে পড়ে থাকতে থাকতে
চোখে যেন থাকতেই চায় না আজকাল
কি এক অভিমানে;
আমি মনের চোখে সৌন্দর্য দেখি
নয় চশমার কাঁচে
আর তোমার সৌন্দর্য?
সে যে তোমারই ক্যামেরায় ফুটে ওঠে
ঐ যে যেটাকে তুমি ভাঙ্গা ক্যামেরা বল;
আর ফুটে ওঠে তোমার লেখার তুলিতে
যেগুলো পড়ে থাকে তোমার ব্লগের কোণে
শীতের ঝরা শিউলির মত
আমি কুড়িয়ে নেই একটি একটি করে।

বুঝি না আমি
তুমি কোন সুন্দরী?
কিংবা আমি
কোন সৌন্দর্য দেখি!





রঙের দুনিয়া



রঙের দুনিয়া
- যাযাবর জীবন

কত পদের
কত রঙের
কত ঢঙের মানুষ
এই দুনিয়ায়;
সুস্থ অসুস্থ
আরো আছে বিকারগ্রস্থ
পুরুষ ও নারীর সমারোহ
রঙের খেলায়
রূপের মেলায়
এই দুনিয়ায়।

কেও দেহের বাঁকগুলো দেখে মজা পায়
কারো বাঁকের খাঁজেই চোখ চায়,
কেও বাঁক দেখেই বাকবাকুম
সীমাবদ্ধতা সেটুকুতেই
আর এগোতে ভয় পায়;
কেও বাঁকের খাঁজে নাক ঘসে
প্রকট কুকুর ভাব
আসক্তি পর নারীতে
এটাই স্বভাব;
কেও আঁচল ফেলে রেখে
বাঁক দেখায়
টাকার প্রয়োজনে
কেও ঝুঁকে থাকে চোখের সম্মুখে
খাঁজ দেখানোর তরে
একদম অপ্রয়োজনে
শুধুই দেহের নেশায়
আনন্দম, আনন্দম
একটু আনন্দের জন্য ভেসে বেড়ায়
এখানে ওখানে
রঙের দুনিয়ায়।




সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩

স্মৃতির বেদনা



স্মৃতির বেদনা
- যাযাবর জীবন

কিছু কিছু ভুল কখনোই শুধরানো যাবে না
তার মধ্যে সবচেয়ে বড় ভুল
তোকে ভালোবাসা;
কিছু সময় কখনোই ফিরে আসবে না
এর মধ্যে সবচেয়ে মধুর সময়
তোকে জড়িয়ে ধরে রাখা;

সময় উড়ে যায় কালের ডানার ভরে
মানুষ চলে যায় সাড়ে তিন হাত ঘরে
স্মৃতিগুলো কখনোই মরে না;
সময়ের কাল-কুঠুরিতে বন্দি হয়ে থেকে
ভালোবাসার মানুষগুলোর জন্য
রেখে যায় এক টুকরো বেদনা।





রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩

অহংকার


অহংকার
- যাযাবর জীবন

দেখেছি পতন ঐ অহংকারীর
খুব কাছে থেকে চেয়ে
তাই তো আজকাল দাঁড়াই না আর
আয়নার সামনে যেয়ে।

জীবনের সমস্ত ভুলগুলো
একসাথে ফুটে ওঠে
আয়না কথা বলে
আমি অসহায় চেয়ে থাকি
পুরনো সব ভুলের কথা
একটি একটি মনে হলে।

রিপুগুলো পতন ঘটায় মানুষের
একটু একটু করে,
অহংকারের গরিমায় মানুষ
কারো বাড়ানো হাতও না ধরে;
পড়ে যায়
মরে যায়
অন্ধকারের গহীন কুয়োতে
"অহংকার", গলা চিরে গান ধরে।






ব্যবহৃত


ব্যবহৃত
- যাযাবর জীবন

ঝিনুকের বুক চিরে মুক্তোগুলো তুলে নিয়েছিস
কিছু বলি নি সেদিন
সয়ে গিয়েছি ঝিনুকের বেদন
ভেবে নিয়েছি
লোনা জলে ধুয়ে গিয়েছে সব রোদন
বুক চেরা ঝিনুকগুলোর;
সাগর ছিল খুব কাছে
অথচ এতটুকু দয়া হয় নি তোর
বুক চেরা ঝিনুকগুলোকে
ভাসিয়ে দিতে সাগর জলে
ঝিনুকের দেহে প্রাণ ফেরাতে
জলের স্পর্শে;
খুব অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলি
শুকনো বালুকাবেলায়
পুড়ে ছাই হতে।

ঠিক যেমন ব্যবহারের পর
ফেলে দিয়ে গিয়েছিলি আমায়
পথের মোরের ডাস্টবিনে।

কেন বারে বারে ব্যবহৃত হতে হবে আমাকেই?





অনৈতিক ভালোবাসা



অনৈতিক ভালোবাসা
- যাযাবর জীবন

কারো চোখ দেহের বাঁকে
কারো আঁচল লুটায় মাটিতে
সময়ের দোষ কিংবা বয়সের?
না মনের সাথে প্রতারণা?

ভাদ্রের কুকুর কুকুরী
কথা বলে চোখাচোখি
নিবিড় চেয়ে থাকে
কাছাকাছি আসে, দুজন দুজনা।

রঙের দুনিয়ায় দেহের খেলা
সেই আদিকাল থেকে ক্রমাগত:
ঐচ্ছিক ভালোবাসার
অনৈতিক অবমাননা।