শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫

পথ



পথ
- যাযাবর জীবন

সবাই আগে বাড়ে
পৌঁছতে খ্যাতির শিখরে
কিংবা অর্থের প্রাচুর্যে,
যার যেটাতে মন ভরে;
কিসের বিনিময়ে?
কে খতিয়ে দেখে পিছু ফিরে?

কত পথ আর সামনে যাবি'রে এক জীবনে?
দেখ'না একবার পিছু ফিরে,
কত আপনজন
কত প্রিয় সম্পর্ক
আর
কতটা পথ ফেলে এসেছিস পেছনে।


বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

বংশ



বংশ
- যাযাবর জীবন

একটা বয়সে ভালোবাসা প্রেম নির্ভর
চোখে চোখ ঠারে,
একটা বয়সে কাম নির্ভর
শরীর ঘসা শরীরে,
একটা বয়সে মমতা নির্ভর
অনুভবে দুজনে,
প্রেম, কাম আর মমতা
সব বয়সেই থাকে,
আনুপাতিক হারে;
ভালোবাসার মানদণ্ডে,
সুহৃদ হলে;

আর নয়তো, পশুওতো বংশবৃদ্ধি করে।

বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫

কোথায় ভালোবাসা?


কোথায় ভালোবাসা?
- যাযাবর জীবন

ভালোবাসতে পারে কজন?
অন্ধত্ব কিনেছি মোহে;
ভালোবাসার বাস কোথায়?
আকর্ষণ সবই তো ঐ দেহে;
রিপুর সামনে বিবেক দাঁড়ায় না কখনো
যদি মোহের আয়না ভেঙ্গে যায়!
দেহ সর্বস্ব ভালোবাসায়।
সত্যকে গ্রহণ করতে পারে কজন?

রাতের গায়ে রাত উঠলেই
রিপুর গায়ে আমি
দেহের ওপর দেহ চড়লে
ভালোবাসা বলে দামী;

আসলে প্রেম ট্রেম কিছু নয়
আমার রক্তমাংসের কম্বল চাই
হিম রাতে কাম জুড়াবো;
ভালোবাসা থাকুক না হয় কবিতা হয়ে।






জীবন যাপন



জীবন যাপন
- যাযাবর জীবন

জীবনের অনেকগুলো দরজা
একটি পাড়ি দিতেই সামনে আরেকটি,
মনের অনেকগুলো জানালা
একটি বন্ধ করতেই সামনে আরেকটি;
জীবন চলতে অনেকগুলো সমস্যা
সমস্যার বহু বাহু
চারিদিক থেকে আঁকড়ে ধরে
ছাড়াতে গেলে যেন আরও বেশী জড়িয়ে পরে,
মানুষের জীবনে যখন খারাপ সময় আসে
সকল দরজা জানালা দিয়ে যেন সেগুলো
একসাথে ঢোকে;
এটাই বাস্তবতা, কেও বলে নিয়তি
আমরা কলের পুতুল মাত্র
ভালো খারাপ প্রতিটা সময়েরই আছে
তার নিজস্ব গতি।

মন একদিকে আঠারো বসন্তের রঙ্গিন স্বপ্ন দেখে
জীবন আরেকদিকে গোধূলির ফ্যাকাসে বিকেলে হোঁচট পড়তেই
সমস্যাগুলো অট্ট হাসে,
আমরা অপেক্ষায় থাকি কালরাত অবসানের;
জীবন এগিয়ে চলে।

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

সংসার জীবন



সংসার জীবন
- যাযাবর জীবন

জীবনটা বদলে যায়
খুব সহসায়, একটি মৃত্যুতে
মুহূর্তের ব্যবধানে,
মাথার ওপর ছাতা সরে গেলে
নতুন সংশয় নতুন জীবনে
কি হবে? কে জানে?

মাথার ওপর বটের ছায়া
ছায়ার তলে জীবন যাপন
নির্ভরতার সহজ জীবন
যখন ইচ্ছে যেমন তেমন;

মাথার ছাতা সরে গেলে
ওলট পালট মানব জীবন
নতুন করে বাঁচতে শেখা
বদলে যায় মনের ভুবন;

নতুন করে ছায়ার প্রয়োজনে
নতুন বটগাছ সংসার জীবনে
হাল ধরতেই হয় কাওকে না কাওকে
বেঁচে থাকতে, জীবনের প্রয়োজনে।

জীবনটা বদলে যায়
খুব সহসায়, দায়িত্ব মাথায় এলে
মুহূর্তের ব্যবধানে,
চারাগাছ মহীরুহ হয়ে ওঠে
ছায়া দেবার প্রয়োজনে
নতুন করে নতুন সংসার, নতুন জীবনে।

জীবন এগিয়ে চলে ঝড় ঝঞ্ঝা সয়ে
জীবনের প্রয়োজনে,
পুরনো বটবৃক্ষ রয়ে যায় শিক্ষক হয়ে
নতুন মহীরুহের মনে।






সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

যাত্রা


যাত্রা
- যাযাবর জীবন

চারিদিকে মৃত্যুর পদধ্বনি
কাছের ও দূরের মানুষগুলো চলে যাচ্ছে বহু দূরে
খুব সহসাই, হঠাৎ করে;
কিছু করার নেই শুধুই চেয়ে থাকা
আর মাটির দেহ মাটির ঘরে শুইয়ে রেখে
মাটি চাপা দেয়া।

কারো কারো কাছে মৃত্যু মানে হিমঘরে বাস
কারো কাছে জীবনের সমাপ্তি
আমার কাছে নতুন এক জীবনের হাতছানি;
অপেক্ষায় আছি..................



প্রেমপোকা


প্রেমপোকা
- যাযাবর জীবন

দেহ দরে ভালোবাসার নিত্য বিকিকিনি
চব্বিশ ঘণ্টার কেনাবেচার হাঁটে
কোন এক কালে হত শুধুই রাতে;
আমি তো সেই কবেই
মনদরে ভালোবাসা বেঁচে দিয়েছিলাম তোকে
তুই কিনেছিলি নগদ মূল্যে দেহদরে
মন আর দেহের মূল্য পার্থক্যের
সুদ দিয়ে যাচ্ছিস আজো লবণে;
ঝুল জমা প্রেমের কড়িকাঠে
প্রেমপোকা হয়তো এখনো ইতিহাস রচে
লবণে চোখ ক্ষয়ে গেছে আমার,
কে দেখে?