আজ স্বাধীনতা দিবস
স্বাধীনতার ৪০বছর পার হয়ে গেছে
তবু কি পেরেছি আমরা স্বাধীন হতে?
পরাধীনতার নাগপাশ আজো কেন
বুকে চেপে আসে চারি দিক হতে।
আজকের এই দিনেও কেন এত হাহাকার
এত না পাওয়ার বেদনা
ঝড় হয়ে ওঠে।
আজো রাজাকার আল বদরের দল
ঘুরে বেড়ায় খোলা আকাশের নিচে
উন্নত শিরে
বুক টানটান করে।
আজো বিচারের আশায় ঘুরে ফিরে
শহীদের বিধবা বৌ
কোর্ট কাছারির দ্বারে দ্বারে।
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
আজো বিনিদ্র রজনী কাটে ভুক পিপাসায়
৭১ এর মুক্তিযোদ্ধা করিম মাঝির
নভেম্বরের গেরিলা অপারেশনে হাত হারিয়েছিল সে যে
প্রান বাঁচাতে গিয়ে তারি সহযোদ্ধা এক তরুন যুবকের
আর গুলি খেয়েছিল হাতে পালাতে গিয়ে
ঈদ্রিস আলি রাজাকারের ইশারায়।
সেই থেকে নৌকা বাওয়ার পালা হয়েছিল সাঙ্গ
বেচে আছে আজো ধুকে ধুকে সে যে
দুমুঠো ভাতের জন্য দয়ার ভিখ মেগে মেগে
আজকের দাপুটে ঈদ্রিস আলি চেয়ারম্যানের রাজ্যে।
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
আজকের দিনটিতেও
গলি মুখে ভিক্ষা করে ফেরে এক অন্ধ ভিক্ষুক
আশায় বুক বেধে বেধে
যদি অন্য দিনের চেয়ে বেশি কড়ি পড়ে
তার ভিক্ষার ঝুলিতে!
আর অন্ধ চোখে স্বপ্ন দেখে ফেলে আসা সোনালী দিনগুলোর
যখন দুহাত ভরে ফসল ফলিয়েছিল
সোনার বাংলার মাটিতে।
জমি জমা সব ছিল একদিন যার,
গ্রামে ছিল তার সোনার সংসার
নদীর কাল ভাঙ্গনে ওলোট পালোট করে দিয়েছিল
জীবন করে দিয়েছিল ছিন্ন ভিন্ন একাকার
আজ ভিক্ষা মাগে পড়ে থেকে এক কোনে রাস্তার
চিকিৎসার অভাবে চোখ হারিয়ে তার।
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
ঢাকা মেডিক্যাল এর বার্ন ইউনিটে
ভর্তি হয়েছে এক বাচ্চা ছেলে
আগুনের কারখানায় ঝলসে গেছে সে যে
বড়লোক এক মালিকের টাকার পাহাড় গড়তে গিয়ে
নিস্ঠুর মালিক মেতে আছে কোনো অন্ধকার লালসায় কামনায়
শিশ্নের ক্ষুধা মিটাতে
কিংবা বসে আছে বন্ধুদের সাথে মদের আড্ডায়
সামনে জুয়ার টেবিলে তাসের পসরা বিছিয়ে,
সময় কোথায় তার বাচ্চা ছেলেটির খবর নেবার?
আশে পাশের কিছু সহমর্মী লোকজন ধরাধরি করে
নিয়ে আসে তাকে মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে
ইন্টার্নি এক নতুন ছাত্রী ডাক্তার ব্যস্ত হয়ে ওঠে তাকে নিয়ে
একটু ভালো চিকিৎসা দেবার আশায়
হন্যে হয়ে খোঁজে তার সিনিয়ার প্রফেসারকে কিছু
উপদেশের আশায়।
আর প্রফেসার স্যার?
সারা মেডিক্যাল জুড়ে কোথাও নেইকো সেই প্রফেসর স্যার
ব্যস্ত সে তার ক্লিনিক নিয়ে টাকার পাহাড় গড়তে।
মেডিক্যাল কলেজের ফালতু ডিউটি কয় পয়সা দেবে তার।
রোগী মরলে দায় জুনিয়র ডাক্তার বা ইর্ন্টানীর
অথচ রোগী মরে প্রতিদিন
মশার মত, মাছির মত
রাস্তার ছাল ওঠা সব কুকুরের মত
বলার কে আছে
এই স্বাধীন বাংলাদেশে ?
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
অপুষ্ট দেহ আর ক্ষুধা সাথে নিয়ে
অন্ধকার রাস্তায়
হাসিনা, সখিনা, জরিনারা ফেরি করে নরমাংস
নারিলোলুপ হায়েনাদের কাছে।
নোংরা শিশ্নের ক্ষুধা মিটিয়ে তবেই মেটায় জঠোরের ক্ষুধা
আর পৈশাচিক আনন্দের মাসুল গোনে জঠোরে ধরে অনাগত আরেক আবৈধ সন্তান
পিশাচের নোংরা বিরজে জন্ম
এক নতুন অনিশ্চিত ভবিষ্যত নাগরিক
স্বাধীন বাংলার নাগরিক
হায় আমার বাংলার স্বাধীনতা !!!!!!!!!!!!!
এই আমার দেশ
এই আমার আজকের বাংলাদেশ
স্বাধীনতার ৪০ বছর পর
যেভাবে দেখি আমাদের আজকের স্বাধীনতা,
পেটে ভাত নেই, পরনে কাপড় নেই
একটু পানের মত বিশুদ্ধ পানি নেই
আর ওদিকে বড় সাহেবদের গোয়ানস্টকে
সারি সাই চালের বস্তা শোভা পায়
চালের দাম আরো বাড়ুক
না খেতে পেয়ে অই ভিক্ষুকের ঝাড়ের
১৫টাকার চাল বিক্রি হয় ৪৫টাকা দরে
১০০০কোটি মুনাফা তুলে নিয়ে কালোবাজারী ব্যবসা থেকে
১লাখ টাকার চাল বিলিয়ে যায় বুভুক্ষের মাঝে
১০০০০কোটি টাকার ভোট ব্যাঙ্ক এর দুরাশায়
কিংবা গরিবের মাঝে চাল বিলিয়ে কিছু পূন্নের আশায়।
কেউ বা তারা কোটি টাকার গারমেন্টস একসপোরট করে
কারখানা জ্জবালিয়ে দেয় আরো শতকোটি টাকার ফায়দায়
ইন্সুরেন্সের টাকা তুলে নেয় শতগুনে একটি ফোনের কল্যানে
ইন্সুরেন্সের বড় বাবুকে সুন্দরী এক দেহপসারিনী ঘুষের বিনিময়ে
আর সেই ফ্যাক্টরির দিন আনা খেটে খাওয়া মানুষগুলো পরে রয়
অনিশ্চিত ভবিষ্যতের পানে, দিন কাটে অনাহারে।
ঘরে আজ বিদ্যুত নেই বাতি জ্বালানোর মত
কিংবা চৈত্রের গরমে ফ্যান চালানোর মত
তাতে কি হয়েছে?
ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা সামনে
রাতের আধার কাটাতে চাই একটু আলোর দিশা
১৮ ঘন্টা খেটে খাওয়া মানুষের রাতের এক চিলতে ঘুম
অস্থির গরমে একটু পাখার হাওয়া
কিবা এসে যায় বিদ্যুত না থাকলে বংগে
আমাদের নেতাদের পুত্রের আই পি এস ব্যবসাতো আজ তুংগে।
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
স্বাধীনতা নামের সোনার হরিণ
আজ আমাদের মুঠোর ভিতর।
আজ স্বাধীনতা এসেছে ভাত কাপড় বিহীন ভুখা নাংগার বেশে
কিন্তু স্বাধীনতার চেয়ে বড় বাণিজ্য আজ আর কিছু নেই এদেশে
স্বাধীনতার বুলি নিয়ে উচ্চকন্ঠ,
রাজনীতিবিদ, আমলা বুদ্ধিজীবি
কবি-সাহিত্যিক ও সাংবাদিক
শুধু বুলি, বুলি আর বুলি
বড় বড় কথার মালা
স্বাধীনতার বাণিজ্য বসে
রেডিও টিভি আর চ্যানেল গুলোয়
মাইক হাতে নিয়ে আজ
গলা ফাটিয়ে চিল্লায়
ওই একাত্তুরের কষাইরূপী খবিশ
রাজাকারের বেশ ছেড়ে আজ হয়েছে যে
প্রথিতযশা রাজনিতিবিদ ।
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
হায় স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!
হায় আমার আজকের স্বাধীনতা।
হায় আমার বাংলার স্বাধীনতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন