১.
বর্ষার বিকেলেতে বারি ঝরা আকাশে
আনমনে জানালায় ঝিরি ঝিরে বাতাসে
কার কথা পরে মনে মনে জাগে ভাবনা
কার লাগি পুড়ে মন প্রানে দেয় যাতনা।
২.
স্বপ্নের মিনায় গড়া স্বপ্নের বাসা
ভেংগে রক্তাক্ত হয় স্বপ্নের ডানা
আমি অসহায় চেয়ে দেখি, আর দেখি, আর দেখি......
ভেংগে গুড়িয়ে যায় আমার স্বপ্নের পৃথিবী
তুমি সরে চলে যাচ্ছ দূরে, আরো দূরে, বহুদূরে
আমা হতে, শুধু আমা হতে।
৩.
যখনই সময় পাই
একবার উঁকি দিয়ে যাই
ভোরের সূর্যে বা সাঝের বেলায়
ঘন বরিষণে ঝড়ের খেলায়
মনে আছ তুমি
দু চোখ জুড়ে
চোখ বুজে তোমায় দেখি শুধু স্বপ্নেরও ঘোরে
কালো রাত্রিরে তারার মেলায়
বুনো জ্যোৎস্নায় আলোর খেলায়
হায় চোখ মেললেই স্বপ্ন হারায়
বাস্তবতায়, শুধু শুন্যতা রয়ে যায়।
৪.
ভেবেছিলেম বদলেছে সময়
আসলে কিছুই বদলায় নি
সময়কে আসলে বদলানো যায় না
একই সময় ঘুরে ঘুরে ফিরে আসে
মানুষের জীবনে
শুধু স্মৃতির কস্টগুলিকে আরেকবার করে
ঝালিয়ে নিতে।
৫.
প্রদীপের টিমটিমে আলো
নিভু নিভু করে জ্বলে
হালকা বাতাসে অন্ধকারের সাথে
কেঁপে কেঁপে ঝুঝে চলে।
জীবন প্রদীপের সলতেতে হাওয়া
অন্ধকারের প্রতিচ্ছায়া যেন তারই ফাঁকে হাসে
দোদুল্যমান প্রদীপের জীবন
টেনে নিয়ে যায়, মরনের খুব কাছে।
৬.
তুমি আমায় চিঠি লিখনা হয়ে গেছে সে কতকাল
সময়ের বিবর্তনে আমিও গিয়েছিলেম ভুলে....
প্রতিদিন একটি করে হালকা সবুজ কাগজে
কলমের আকিঝুকি,
কোন মানে ছাড়া তোমার হাবিজাবি সব কথা
প্রতিদিনের দিনলিপিগুলি
কাগজের পৃ্স্ঠাভরে হাজার কথামালা
হালকা সবুজ কাগজে, ভরে নীল রঙ এর খামে
ভুল হত না তোমার পাঠাতে প্রতিদিন
একটি করে
মনে পড়ে?
৭.
আকাশে যখন চাঁদ না থাকে
তখন জ্যোৎস্না খুঁজো
জ্যোৎস্নাকে না পেলেও
পেয়ে যেতে পারো আমায়
অমাবস্যা আর আমার মধ্যে
পার্থক্য কতটুকু?
৮.
বেচে আছি আজ দুটি সত্বার ভিরে
আনন্দ ও বিষাদের মিস্রনের সুরে
কাজ আর অবসাদ এ যাপিত জীবন
তিলে তিলে করে যাই অপেক্ষার মরণ।
সাদা আর কালোর কি অপূর্ব বাধন
হলো না শুধু আমারই ভজন সাধন
ইচ্ছে আর অনিচ্ছের লাল নীল ঘুড়ি ওড়ে আকাশে
নাচে আমায় ঘিরে ঘিরে, একসাথে মিলেমিশে।
আমি অসহায় চেয়ে দেখি
দুটি আলাদা সত্বার বেচে থাকা মরনের ভিরে
একই দেহে, আমাকে ঘিরে, আমাকে ঘিরে।
৯.
একদিন আমি চলে যাব পৃথিবীর মায়া ছেড়ে
কোন দূর সুদূরের দেশে
আর পথ চেয়ে বসে থাকব তোমার অপেক্ষায়
তুমি আসবে বলে
এভূবনের সকল না পাওয়া
আর চাওয়া গুলোর ডালি সাজিয়ে
হে আমার অমরাবতি।
১০.
পাহাড় ডাকে
পাহাড় ডাকে
পাহাড়ি নদী ডাকে
পাহাড়ি ঝর্ণা ডাকে
এত ডাক উপেক্ষা করার মত
মানসিক বল আমার কোথায়?
তাই চলি নীল পাহাড়ের দেশে
সাথে নিয়ে তোমার স্মৃতিগূলো
একটি একটি করে খুলে দেখব
নীল পাহাড়ের গায়ে হেলান দিয়ে
তোমার স্মৃতিতে আমার স্থান কোথা।
পাহাড় ডাকে
পাহাড়ি নদী ডাকে
পাহাড়ি ঝর্ণা ডাকে
তোমার স্মৃতি নিয়ে অবগাহন করব সেথা।
১১.
মন ডাকে যে মনটাকে আজ
মন খারাপের কান্না ঝরে
বৃষ্টি ঝরা রাতের শেষে
হাত বাড়িয়ে তোমায় খোঁজে।
১২.
লাল আর হলুদের কিছু কিছু রং
তারি সাথে মিলেমিশে সবুজেরও ঢং
লালে আঁকা আলপনা সারা হাত জুড়ে
চুড়িগুলো অবহেলায় পাশে রয় পড়ে
মনের লালে সে যে রং মেখে খুশিতে একাকার
পরী সেজে বসে আছে জুড়ি মেলা ভার।
১৩.
তোমায় আমি ডাকি বলে
থাক তুমি সরে
তোমায় ভালোবাসি বলে
আমায় রাখ দূরে।
১৪.
তুমি আর মন খারাপের রাত
মিলে মিশে একাকার
তাই তো আকাশে আজ এত মেঘের আনাগোনা
কিন্তু বৃস্টি টা কেন জানি আসি আসি করেও
আর এলো না
ঠিক তোমারই মত
প্রতিক্ষার প্রহর গোনাই সার হল শুধু।
১৫.
ঘুম কে ডাকি চোখে
আমার মন খারাপের রাতে
ঘুম এসে যাক চোখে
তোমার মন খারাপের রাতে।
১৬.
বৃষ্টি হলে বুকের ভেতর দ্রিমিক দ্রিমিক মাদল বাজে
বৃষ্টি হলে টিনের চালে রিমঝিম ঝিম বাদল নামে
বৃষ্টি হলে ধানের ক্ষেতে পাগলা হাওয়ার দোল
বৃষ্টি হলে মনের ক্ষেতে হয় যে গন্ডগোল।
বৃষ্টি হলে সব ভুলে যাই
ঘোর বারিষে মনকে হারাই
কালো আকাশ উদাস বাতাস
মনে লাগায় দোল।
১৭.
তোমায় যতই ধরতে যাই
টুকরো জুড়ে জুড়ে,
ছায়ার মত পিছোও তুমি
ক্রমশ আরো দূরে।
হাত বাড়িয়ে তোমায় খুঁজি
হ্রদয় খুলে দেখবে তুমি!
যতই তোমায় কাছে টানি
ততই যে যাও সরে।
ছায়ার মত পিছোও তুমি
ক্রমশ আরো দূরে।
১৮.
শুন্যে ডানা মেলে শুন্যতা খুঁজে ফিরে
চাতক মন
শুন্য মনে শুধু শুন্যতা জেগে ওঠে
ভেসে ওঠে সেই
পেয়ে হারাবার ক্ষণ
শুন্যতায় শুন্য হয়ে যায় মন।
১৯.
রজনী হইস না অবসান
আজ নিশিথে আসতে পারে
বন্ধু প্রিয় প্রান।
ও চাদ যাসনে ওরে ডুবে
একটু জেগে রইস রে তুই
রবি উঠবে পূবে।
ও চাদ দেখরে আখি মেলে
কুড়ে আমার ভাইসা গেল
জ্যোৎস্না ঘরে খেলে।
রজনী হইস না অবসান
আজ নিশিথে শুনব আমি
তাহার যত গান।
২০.
তুমি আমায় চিঠি লিখনা হয়ে গেছে কতকাল
সময়ের বিবর্তনে আমিও গিয়েছিলেম ভুলে
প্রতিদিন একটি করে হালকা সবুজ কাগজে
নীল কালির আকিঝুকি
কোন মানে ছাড়া তোমার হাবিজাবি সব কথা
প্রতিদিনের দিনলিপিগুলি
কাগজের পৃ্স্ঠাভরে হাজার কথামালা
ভরে নীল রঙ এর খামে
ভুল হত না তোমার পাঠাতে প্রতিদিন
একটি করে
মনে পড়ে?
পুরোনো সেই সব দিনের কথা
আবার তোমায় মনে করে দিলেম
তুমি যেন ভুলে যেও না এবারও
চিঠি লিখার কথা ছিল তোমারই
প্রতিদিন একটি করে নীল রঙা খামে।
২১।
প্রদীপের টিমটিমে আলো
নিভু নিভু করে জ্বলে
হালকা বাতাসে অন্ধকারের সাথে
কেঁপে কেঁপে ঝুঝে চলে।
জীবন প্রদীপের সলতেতে হাওয়া
অন্ধকারের প্রতিচ্ছায়া যেন তারই ফাঁকে হাসে
দোদুল্যমান প্রদীপের জীবন
টেনে নিয়ে যায়, মরনের খুব কাছে।
২২।
মন ভালো নাই
কেন যেন আজ মন ভালো নাই......
মনকে শুধাই
মনকে শুধাই
কার বারিতে খুশিকে পাই
একটু খানি হাসতে যে চাই
সংগে তুমি থাকো।
মনের কাঠ এ ঘুন ধরেছে
মনের রঙ এ নীল এসেছে
তুমি পাশে নাই
মন ভালো নাই
তাই যেন আজ মন ভালো নাই......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন