রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

প্রেমের হাট

প্রেমের হাট
- যাযাবর জীবন

গড়িয়ে পড়া একপেশে প্রেম
হয়তো ছিল আমারই
তোমার তো প্রেমের হাটে দৈনন্দিন লেনাদেনা
নিত্য নতুন পণ্যের বেচাকেনা
প্রেম কিংবা ভালোবাসা আর নয়তো ছলনা।

হয়ত প্রেমের সংজ্ঞাই ভুল ছিল আমার কাছে
কিংবা হয়তো অন্যরকম কিছু লেখা ছিল
তোমার ভালোবাসার পাঠ্য বইতে,
হয়তো দেহ নির্ভর কিছু কামনা বাসনা
কিংবা ছলনার খেলা অল্প কিছু দিনের জন্য
তারপর ছুঁড়ে ফেলে দেয়া যথারীতি
সঙ্গী বদলের খেলায় নব্য প্রেম রীতি;
ছুঁড়ে ফেলে দেয়া পুরাতন হয়ে যাওয়া বাসি খেলনা
নতুন করে নতুন ভাবে নতুন আরেকজন খেলনা
তারপর আবার কিছুদিনের বন্ধন
আবার বদলানো হলে একটু পুরাতন
এভাবেই কি চলতে থাকে ভালোবাসা-বাসিগুলো?
কি জানি? হয়তো তোমার ভালোবাসার পাঠ্যবইয়ে
এটাই প্রেমের সংজ্ঞা ছিল।

আগে বলনি কেন?
তাহলে হয়তো তোমার সংজ্ঞায় ভালোবাসতাম তোমাকেই
দহনের জ্বালা কিছু কম হত,
এত ভালোবাসাবাসি এত ছলনা আর মোহ
বিধ্বস্ত হয়তো করত না আমাকে এখনকার মত;
টর্নেডোর দাপাদাপি চলে কিছু সময় তারপর চারিদিক নিস্তব্ধ
নতুন খেলনার সাথে চলে তোমার হুটোপুটি তারপর স্তব্ধ
ঝড়ের এত সময় কোথায় পেছন ফিরে দেখার
কিংবা তোমার?
লণ্ডভণ্ড হয়ে পড়ে থাকা প্রকৃতি
কিংবা হৃদয়?

তুমি আমার হতে পারনি যখন এত ভালোবাসা নিয়ে
কখনো কি পারবে অন্য কারো হতে নিয়তিরে সয়ে?
কিংবা হয়তো আমারই বোঝার ভুল
হয়তো নিত্যই তুমি হয়ে থাকো কারো নতুন করে
তোমার প্রেমের বেচাকেনার হাটে।

কিন্তু আমি তো পণ্য হতে চাই নি প্রেমের হাটে
ভালোবেসে শুধু হারাতে চেয়েছিলাম তোমাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন