মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১২

কোথায় মনুষ্যত্ব?

কোথায় মনুষ্যত্ব?
- যাযাবর জীবন

কত দুঃখ বেদনা গ্লানি হতাশা, আর চারিদিকে এতো জরা
এরই মাঝে বিষফোঁড়া হয়ে রয় ষড়রিপু হৃদয়ে ভরা
ক্ষুধিত মানব খাদ্যের তরে ডাস্টবিন খুঁটে কুকুরের সাথে
শীতার্ত শিশুগুলো মায়ের বুকেতে একটুকু ওম খুঁজতে থাকে।

আহা উহু চারিধার মানব সমাজ দেইখ্যা টিভি তে এই তান রূপ
কি দুর্দিন আইলো দেশেতে কইয়া সাবে আর বিবিতে ঢাকে লেপেতে মুখ
কর্তার বিবেক যদি নাড়া দেয় ডরে ডরে কয় বুইজ্ঝা বিবির মন
বাড়িতে কতগুলা পুরানো কাপড় পইড়া আছে সুটকেসে তালা বন
ময়না সোনা কষ্ট কইরা ষ্টোর থাইক্কা এট্টু বাইর কইরো
ছিরা দেইখ্যা দুইটা কাপড় বিলাইয়া একটু নাম কামাইয়ো
ঝামটা মাইরা বিবিজান কয় দেখমুনে কাইল দিনে
অখন আমারে সোহাগ কর শীতে মরতাছি কাম বিনে
হেই কাইলকা আর আহে না কত শীত চইলা গেল
সুটকেসে বন্দি পুরাণ কাপড়গুলাইন তেলাপোকায় কাইট্টা খাইল।

হায়, আজ মনুষ্যত্ব কথা বলে না বোধ বিবেক পড়ে থাকে মড়া
মানুষের মাঝেই মানুষ তবুও ঝরে না একটুও করুণাধারা !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন