শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

বাইল্য প্রেম


বাইল্য প্রেম
- যাযাবর জীবন

মনে আছে কি -
আমাগো বাইল্য প্রেম কাহিনী?
তুই আর আমি
সেই কত দিন হইয়া গেছে
এখনো চোখের সামনে ভাসে
বাইল্য কালের ছেলেমানুষি
বুঝতাম না ঠিকমতন
আসলে ছিল প্রেমকাহিনী।

তোর একমাত্র সোয়ামীর
পয়েলা পোলার ঘরের পয়েলা নাতনি
আমার বড় বৌ এর
পয়েলা মাইয়ার ঘরের পয়েলা নাতি
নাক টিপলে দুধ বাইর হয়
তয় দুইটাই চরম বদ;
ইদানীং প্রেম করতাছে চুটাইয়া
আর আমরা চাইয়া চাইয়া দেহি
আঙ্গুল চুই মুখে ভইরা
মাঝে মইধ্যে কামড়াইয়া দেহি
স্বপ্ন দেকতাছি নাকি
লাভ কি?



পুরাণ কতা মনে পড়তাছে কি?
এই বয়স আমাগোও আছাল
তোর লগে ইটিশ পিটিস
বাবায় বাইড়াইয়া উডাইছাল
আমার পিছনের ছাল
পীরিতে ধরা খাইয়া
তর লগে পুস্কনির পাড়
নাইরকেল গাছের চিপায়
জড়াজড়ি
তোর আর আমার
হি হি।

অহন নাতি পুতির পীরিত দেহি
ধুর?
খালি দেইখা লাভ কি?

বুইড়া বয়সের ভীমরতি
মাতার ভিতরে খাবলাইয়া ধরে
পাইনসা জীবনে আউলা কাম
কিছু করবার মনে করে
কেমুন আউলা চিন্তা মাতায় ঝাঁকি মারে
চল না, দুইজনে পলাইয়া গিয়া বিয়া করি
দুইন্নারে দেই একখান টাসকি
হি হি
কি যে সব আজগুবি ভীমরতি।

আইচ্ছা এমুন করলে কি অইব?
মাইনসে নানান কতা কইব?
মাইনসের কতায় কি আহে যায়
তরে অহনো যে আমার পরাণ চায়!
ছি, ছি!! মরি মরি
বুইড়া বয়সে ভীমরতি।

বাইল্য প্রেমের পরিণয়
কখনো হয় কখনো নয়
অহন, নাতি নাতনির পীরিত দেহি
দুইজনে খাড়াইয়া দুই ব্যলকনিত
আর পুরান দিনের স্বপ্ন দেহি
চশমার কাঁচ ঝাপসা হয় মাঝে মাঝে
কেন?
কে জানে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন