নারী
- যাযাবর জীবন
যতটুকু বয়স হলে যৌবন প্রাক্কালে
পরিপূর্ণ রমণী হতে পারে
একটি নারী,
মন বলে হয়ে গেছে
দেহ বলে আড়ে আড়ে
মনেরে চোখ ঠারে
রমণীর রূপে প্রকাশিতে
এখনো রমণী হতে
আছে আরো অল্প কিছু সময় বাকি;
খুব সহসাই
স্বল্প সময়ের ব্যবধান
বুকে সেফটিপিন গাঁথে হাত
যৌবন ঢাকে আনাড়ি,
প্যাঁচের পর প্যাঁচ
শারিতে প্যাঁচ
বোঝে, আজ হয়ে উঠছে নারী;
শারির প্যাঁচে আপাদ মস্তক ঢেকে রাখার কলা
এও অন্য এক নারীসুলভ চালাকি।

মনের আড় বেয়ে প্রেমধারা নামে
বয়ঃসন্ধির খুব প্রাক্কালে
কাল গড়ায় সময়ের স্রোতে
সন্ধ্যে গড়ালে হুহু হাহাকার
চখীর প্রাণ কাঁদে চখার সন্ধানে;
কেমন যেন আনচান চারিধার
মনের চোখেতে কার যেন
উঁকি বারে বার,
ডামাডোল বাজাতে হয় না
শরীর বাজায় ঢোল;
হাতে চুড়ির টুংটাং
অপেক্ষায় বাড়ানো হাত
ধরবে শক্ত বাহু
গুজবে মাথা লোমশ বুকে
এখন যৌবন এসেছে ধেয়ে
রমণীর দেহমন জুড়ে।
খুব হঠাৎ করেই চোখের নিমিষে
সামনে দেখি এক পরিপূর্ণ নারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন