কাল
- যাযাবর জীবন
কেও অতীতে বাঁচে
ক্ষয়ে ক্ষয়ে;
তুই আনন্দে আছিস
বর্তমান নিয়ে;
আমি আশায় বুক বাঁধি
ভবিষ্যতের দিকে চেয়ে;
'কাল' গুলো হাসে
আমাদের দিকে চেয়ে।
কালের ছোবল খেতেই হয় প্রত্যেককে
জীবনের কোন না কোন মোড়ে এসে,
অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কথা বলে
পরস্পরের সাথে;
অতীতের কোন ভুল আজকে কথা বলে
হঠাৎ করেই সামনে এসে,
মানুষ লজ্জায় মুখ ঢাকে;
আজকের ভালো কাজের
প্রতিফলন পাবেই পাবে,
কোন এক নিকট ভবিষ্যতে;
কে বলতে পারে?
মানুষ অসহায় চেয়ে থাকে
কালের দিকে।
মানুষ ভুল করে
'কাল' ছাড় দেয়না কাওকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন