মঙ্গলবার, ৬ মে, ২০১৪

স্বামী-স্ত্রী সম্পর্ক

স্বামী-স্ত্রী সম্পর্ক
- যাযাবর জীবন

পুরুষ কেন রাসপুটিন ভাব ধরে
ফেরোমিন ছড়িয়ে দিয়ে
সম্ভোগেই কি সকল আনন্দ?
সুখ খোঁজে পর নারীর দেহের পরে;
স্ত্রী কিন্তু আছে ঘরে।

কি দরকার
নারীর দ্রৌপদী সাজার?
পর পুরুষের মনোরঞ্জনে
ছড়িয়ে বাসনা অঙ্গে অঙ্গে
সুখের খোঁজ পর পুরুষের দেহের তরে;
স্বামী কিন্তু আছে ঘরে।

ওপরওয়ালা স্বামী-স্ত্রী সম্পর্ক বানিয়েছেন
অনেক ভালোবাসায়
জোড়া জোড়া করে,
বোকা মানুষগুলো নিজ হাতে নষ্ট করে
মধুর সে সম্পর্ক
রিপুর তাড়নায় পড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন