মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

চরকা

চরকা
- যাযাবর জীবন

আমার চালে বৃষ্টি
ঘরে হাঁটু পানি
আমার ছাঁদে সূর্য
রৌদ্দুর অনেকখানি।

মাথার ওপর ছাঁদ থাকে ক'জনার?

আমার তো তাও চাল রয়েছে
না হয় থাকলোই বা কিছু ফুটো,
চাঁদনি রাতে জ্যোৎস্না স্নান
অন্ধকার রাতে তারা গোনা;
যখন তখন আকাশের সাথে কথা বলা
তোর মন টাটায়, আমার উপরি পাওনা।

তুই তোর চালুনির দিকে নজর দে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন