এখনো তুই ষোড়শী
- যাযাবর জীবন
চায়ের কাপে চামচের টুংটাং
কিংবা তোর হাতে চুড়ির টুংটাং
দুটোই আমার কাছে গান
টিনের চালে বৃষ্টির রিমঝিম
আর তোর পায়ে নূপুরের রিমঝিম
দুটোই তো আমার গানের তান
সাগরের জলরাশি, জোয়ার ভাটার টান
আর তোর চোখে বয়ে যাওয়া অভিমানের বান
দুটোরই স্বাদ তো'রে লবন
তোকে দেখে ভাবুক না লোকে যা ইচ্ছে
বয়স্কা, প্রৌঢ়া কিংবা হেলে পড়া যৌবন,
আমার চোখে এখনো তুই সেই প্রথম দিনের
কিশোরী ষোড়শী, চির নবীনা,
এখনো তোকে দেখতেই ডামাডোল বাজিয়ে
মনেতে প্রেমের পদার্পণ;
প্রেম পাত্র একই আছে এখনো
কানায় কানায় পূর্ণ প্রেম সরোবর
ভালোবাসার পাত্র একই রকম টই টুম্বর
চুমুকে চুমুকে পিয়ে যাই তোকে প্রতিদিন
দিন আর রাত্রির অষ্টপ্রহর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন