সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

ভোরের স্বপ্নে



ভোরের স্বপ্নে
- যাযাবর জীবন

ভোরটাই আজ অন্যরকম
তুই মাথার পাশে বসতেই
পাখির কিচিরমিচিরে ভৈরবী সুর
আজ রবি সেজেছে পূব আকাশে
কুসুম লাল বিশাল থালায়
স্বর্গ থেকে আসা গা জুড়ানো হিমেল বাতাস
তোর আঁচলের দোলায়
কপাল চুমেছিলি কি?

এই যাহ্‌!
ঘুমটা ভেঙ্গে গেলো তোকে ধরতে না ধরতেই
আবার কবে আসবি ভোরের স্বপ্নে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন