মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

প্রতিকূল জীবন


প্রতিকূল জীবন
- যাযাবর জীবন

বাতাসের গতিপথ পরিবর্তন করতে পারে কে?
কিংবা
স্রোতের?

বুদ্ধিমানে পাল তোলে বাতাসের অনুকূলে;

কেও কেও বৈঠা বায় স্রোতের প্রতিকুলে
কাওকে হেঁটে যেতে হয় বন্ধুর পথ ধরে;

মরণের খুব পাশাপাশি হেঁটে চলেছে জীবন,
সমান্তরালে;

আমি ক্রমাগত বিপরীত পথ চলায়,
ডুবে যেতে যেতে ভেসে ওঠার চেষ্টায়
জীবনের পথ পরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন