চাঁদের কপালে চন্দ্রবিন্দু
- যাযাবর জীবন
তোর কথায় তোর মুখে
তোর লেখায় তোর হাতে
আগুনের স্ফুলিঙ্গ;
বরফ গলা পানি গড়িয়ে পড়ুক
ঠান্ডা হতে ধরণী।
তোর বানানো দুঃখের সাগরে
ঢেউ উঠুক এলোমেলো
এলোচুল উড়ুক উড়ুক
আকাশে চাঁদ উঁকি
চাঁদের কপালে ভালোবাসা, চন্দ্রবিন্দু।
অনির্ধারিত দিনক্ষণ মেপে ভালোবাসা হয় না
নির্ধারিত পথের শেষে নেই কোন হাতছানি
তারচেয়ে ভাল
তোর শরীরে ও মননে চন্দ্রচ্ছটা;
যদি জ্যোৎস্নারাত তবে প্রেম
যদি অমাবস্যা তবে বিরহ
এভাবেই কেটে যায় ভালোবাসার প্রহরগুলো
সুখ
দুঃখ
হাসি
আনন্দ
কান্না
আর বেদনার কোলাজ।
তুই কর জ্যোৎস্না স্নান
আমি নিজেই অন্ধকারের গান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন