রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

অসুখের সুখ

আমার একটা অসুখ করেছে

আমার হয়তো বড় ধরণের একটা অসুখ করেছে;


সারাদিন শুয়ে থাকি, একা একা আকাশ দেখি

নানা রকম শব্দ শুনি, পাখিদের কিচিমিচি 

আর ঘুম ভাঙলেই হাত বাড়িয়ে তোকে খুঁজি

পাশের বালিশটা খালি পেলেই আমি বুঝি, 

জানালায় চড়ুই এর চিড়িক চিড়িক

পাশের আম গাছটায় কাক ডাকছে

ওরাও ঘর থেকে বের হয়েছে খাদ্যাহ্নেষণে

ওদের মত তুইও ঘর ছেড়েছিস সেই ভোরে,

অথচ আমি একা শুয়ে আছি, একাই শুয়ে থাকি 

আর মনে মনে তোকে খুঁজি অদ্ভুত এক ভালোবাসায়;


আচ্ছা ভালোবাসাটাও কি একটা অসুখ?

তবে তোর কথা ভাবলেই মনে কেমন একটা সুখ, 

ওখানে বয়াম ভরা নির্ভরতা, কৌটো ভরা বিশ্বাস

বালিশে কাঁথায় তোর শরীরের গন্ধ যখনই নেই নিঃশ্বাস 

এই যে সারাদিন শুয়ে থাকি একা! আসলে কি একা?

তুই থাকিস বিছানায়, চাদরে, বালিশের পরতে পরতে

সব জায়গায় ছড়িয়ে রেখেছিস ভালোবাসার গন্ধ মেখে 

এখন আছিস কাজে, আমায় বাসায় একলা রেখে;


কাউকে না কাউকে তো কাজ করতেই হবে!

তবেই টাকা কথা কবে

তবেই পেটে দানা যাবে

তবেই মাথার ওপর ছাদ রবে

তবেই আমার চিকিৎসা হবে,

সারাক্ষণ আমায় জড়িয়ে বসে থাকলে, এগুলো কিভাবে হবে?


এই যে শরীরের অসুখ! তার অনেকটাই মনে নয়?

সারাক্ষণ তুই পাশে আছিস, অনুভূতিটা জড়িয়ে রয়

এটা হয়তো ভালোবাসা, আর ভালোবাসাটাই একটা অসুখ

হয়তো আমার ভালোবাসা হয়েছে; হোক! ওটাই আমার সুখ। 



   

০৬ জানুয়ারি, ২০২২


#কবিতা


অসুখের সুখ 

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন