কথা বলে চোখ
ইশারা,
কথা বলে ঠোঁট
হাসি কিংবা কান্না,
কথা বলে জিহ্ব
শব্দে শব্দে কথা,
কথা বলে হৃদয়
ভালোবাসা কিংবা অবহেলা,
কথা বলে মস্তিষ্ক
যুক্তি কিংবা হিসেব;
শব্দ শোনে কান
কান্না বা হাসি,
ইশারা বোঝে চোখ
কাছে ডাকা অথবা দূরে ঠেলা,
হৃদয় বোঝে হৃদয়
ভালোবাসা কিংবা ঘৃণা,
মস্তিষ্ক বোঝে বুদ্ধি
যুক্তি আর হিসেব,
আমি সব বুঝি, বুঝেও না বোঝার ভান করি
কথা বলতে পারি তবুও বোবা হয়ে থাকি
চেয়ে চেয়ে সব দেখি, বন্ধ করে রাখি দৃষ্টি
বন্ধ করে রাখি হৃদয়, বন্ধ করে রাখি মন
আর বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাই মস্তিষ্ক খেলায়,
প্রতিবন্ধী ডাক'টা আজকাল মেনেই নিয়েছি।
২০ জানুয়ারি, ২০২২
#কবিতা
ইচ্ছে প্রতিবন্ধী
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন