অপেক্ষা
- যাযাবর জীবন
অভিমানে তুষ-চাপা আগুন জ্বলছে ধিকিধিকি
ভালোবাসা গলতে শুরু করেছে মাত্র
প্রয়োজন শুধু একটু জোর বাতাসের
চুয়ানো মন থেকে ঘি ঢালছে ঈর্ষা
ঘৃণার দাবাগ্নির পথ চেয়ে আমি
প্রেমের কামাগ্নি নয়;
এখনো রসে টইটম্বুর তুই
প্রেমে ও কামে,
ভালোবাসা ধরার ছেলেমানুষি ব্যাকুলতা তাই
মনে ও প্রাণে;
অথচ প্রেমে কি যায় আসে মৃত মানুষের?
অপেক্ষা তার মুখাগ্নির কিংবা কবরের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন