ঘুম ভাঙানিয়া
- যাযাবর জীবন
কোন এক মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে
ভালোবাসার ডাক শুনি দূর থেকে,
ওভাবে ডাকতে হয় না ভালোবেসে;
রক্তমাংসের দলার ভেতরেও হৃদয় থাকে
বুকের বালুচরে ঝড় ওঠে উড়িয়ে নিতে
রক্তনদীতে প্লাবন জাগে ভেসে যেতে
সাদাকালো ঘুমে রঙ্গিন স্বপ্ন জাগে তোতে ডুবে যেতে;
ওভাবে ডাকতে হয় না রে ভালোবেসে
ক্ষরণ হয়
স্মৃতির নদীতে জোয়ার আসে,
তোতে ডুব দিয়ে উঠতেই আবার সাদাকালো স্বপ্নে শূন্যতা ভাসে;
আর রাতভর জেগে থাকে দুচোখের ঘুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন