ভালোবাসা
- যাযাবর জীবন
মানুষইতো ভালোবাসে
দুজন কাছে আসার আশে
প্রেমিক প্রেমিকা অগোচরে
স্বামী স্ত্রী অধিকারে
বাবা মা স্বার্থ ছাড়া
সন্তান সন্ততি পাগলপারা, স্বার্থ হলে দিশাহারা
বাল্যকালে ভাই বোন
বড় হলে স্বার্থ আপন
ভালোবাসার কত রূপ?
সম্পর্ক ভালো হলে অপরূপ
আর নয়তো দেখি স্বার্থের কদাকার রূপ।
প্রেমিক প্রেমিকার ভালোবাসা
সারাক্ষণ শরীর ঘষা
রিক্সা ট্যাক্সি কিংবা গাড়িতে
বাবা মা না থাকলে বাড়িতে
রেস্টুরেন্টের অন্ধকারে
ঠোঁটে ঠোঁট চেপে আবেগ ভরে
সুযোগ পেলেই এখানে ওখানে
হাত চলে যেখানে সেখানে;
যখন একটু স্বার্থের টোকা
দুজনই সাজে বড্ড বোকা;
ভালোবাসা না দেহের নেশা?
স্বামী স্ত্রীর ভালোবাসা
কারণবারির নেশা নেশা
বিয়ের সময় প্রথম প্রথম
কেওর মারা যখন তখন
মধ্য বয়সে সময় বুঝে
খালি বাড়ির সুযোগ খোঁজে
শেষ বয়সে অনেক মায়ায়
হাতের ভেতর হাত গোঁজে;
পরস্পর নির্ভরশীলতাও ভালোবাসা
অনেক ঝড় ঝাপটার পরে বোঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন