নেশা
- যাযাবর জীবন
তাতানো রোদের ওপারেই স্নিগ্ধ রাত
তারা ঝিলমিল অমাবস্যা হলে ভালো
জ্যোৎস্নাবৃষ্টি হলে সোনায় সোহাগা
রাতের শরীরে কাম জাগানো নেশা
ঠিক তো'তে ডোবার মত;
পাহাড়ের ঠোঁটে অন্ধকার দেখি
জ্যোৎস্নায় ভেজানো রাত
মিটিমিটি জোনাক জ্বলছে
মাদল বাজে দূরে কোথাও
মহুয়ার ঘ্রাণ নেশা জাগায়
তোর চুমুর মত;
দিনের ওপারে বিশাল কামজাগানিয়া রাত
তোর স্পর্শের অপেক্ষায়;
সমুদ্র স্নান করতে ইচ্ছে করে
তোর শরীরে ডুব দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন