রবিবার, ১৪ মার্চ, ২০২১

সময়ের অনুভব

আজকাল সময়গুলো যেন উড়ে যাচ্ছে আলোর বেগে

পূবে সূর্য উঠতে না উঠতেই দুপুর

বিকেল না হতেই সূর্যের গড়ানো পশ্চিমে

সন্ধ্যা হতে না হতেই রাত নামে চোখে 

চোখ বন্ধ না করতেই আবার সকাল

অথচ ঘড়ি কিন্তু ঠিক গুনে গুনে চব্বিশ ঘণ্টাই বুঝে নেয় একটা দিনে;


আমি ঠিক বুঝতে পারছি না শুধু কি আমার ক্ষত্রেই সময় দৌড়চ্ছে? 

ঘড়ির কাঁটায় ঘণ্টা তো হয় ঠিকই ষাট মিনিটে

অথচ আমার ক্ষেত্রে যেন চোখের পলকে

আমি মাঝে মাঝে আজকাল ধমকেও থামাতে পারি না সময়'কে

এক একসময় মনে হয় এই যে আলোর বেগে সময়ের দৌড়!

এভাবে দৌড়লে তো আমিই ফুঁড়িয়ে যাব সময়ের আগে

নাকি সময় ডাকছে যেতে অন্ধকার ঘরে?


আচ্ছা! একটু পেছন ফিরে তাকাই তো!

একটা সময় ছিলো যখন সময় কাটতেই চাইতো না 

সেই ভোর বেলায় ঘুম থেকে উঠে দৌড়ে খেলার মাঠে

তারপর মাঠ থেকে ফিরে গোসল সেরে স্কুলের পথে

স্কুল! সে তো আরেক মজার জায়গা! পড়ালেখা, খেলাধুলা

বন্ধুদের সঙ্গে আড্ডা, তবুও সময় যেন ফুরতোই না

তারপর স্কুল থেকে ফিরে গোসল, খাওয়া ঘুম

বিকেলে দৌড়ে খেলার মাঠে, সন্ধ্যায় পড়তে বসা

রাতে টিভির সামনে - খবর, নাটক আরও কত কি!

তারপর মা'কে জড়িয়ে ঘুম; এত সময় মানুষ ঘুমায়! 

সেই সূর্যের সকাল হওয়ার আগেই ঘুম ভাংতো দু চোখে

তারপর আবার খেলার মাঠে দৌড়...... ক্রমাগত... 

চব্বিশ ঘণ্টায় দিন! কত কিছুই না ছিলো করার! 


অথচ আজ? ঘুম থেকে উঠে কাজে যেতে না দুপুর

কাজের মাঝেই সন্ধ্যে, বাড়ি ফিরতে ফিরতে রাত

খাওয়া সারতে সারতে দুচোখে রাজ্যের ঘুম, ঘুম পুরা হতে না হতেই ঘড়িতে এলার্ম

ধ্যাত! ঘুমটাও যদি ঠিক মত হয়! চব্বিশ ঘণ্টা! চোখের পলক ফেলতেই শেষ হয়।

এই যে সময়ের হিসাবে সময়ের সংকোচন! 

মাঝে মাঝে খুব মনে হয় - থেমে যাওয়ার সময় হয়েছে কি?

সময় সংকোচিত হতে হতে কোন একটা সময়ে তো সময় থেমেই যাবে! 

পৃথিবীর না হোক, আমার; তাই না? সময় হয়ে গিয়েছে কি? 


#কবিতা 


১৫ ফেব্রুয়ারি, ২০২১ 


সময়ের অনুভব 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন