রবিবার, ১৪ মার্চ, ২০২১

রাস্তার রাজা

রাস্তার রাজা নাকি ট্রাক, 

কেউ বলে বাস; 


আমার অনেক দিনের শখ একদিন একটা ট্রাক চালাবো

একদিন বসবো বাসের ড্রাইভিং সিটে

তারপর ইচ্ছেমত এক্সেলেটর চেপে ধরব ব্রেকহীন কোন পিচ ঢালা রাস্তায়, 

কি হবে? 

কিছু রিক্সা পিষে দেব কিংবা কিছু গাড়ি 

হয়তো একটি দুটি মাইক্রোবাস কিংবা কোটি টাকার জীপ 

আর নয়তো খুব কম দামী দু চাকার একটি সাইকেল পিষে দিয়ে আমি হব সম্রাট 

আচ্ছা! ওগুলোর ভেতরে কি মানুষ থাকবে?

ধ্যাৎ!  কি এসে যায়! 

আজকাল মানুষের দাম আর কোথায়?


আমি রাস্তার রাজা

আমি ট্রাকের ড্রাইভার

আমাকে কিছু বলতে আসলে সারাদেশে বন্ধ হবে ট্রাকের চাকা

আমরা ট্রাক চালাই, তোমাদের খাদ্যের যোগানদার; 

কিংবা আমি বাস চালাই, আমি সম্রাট 

আমার মালিকের শত শত বাসের কারবার,

আমাকে ধরবে? 

এ সাধ্য কার?


রাস্তাটা আমাদের 

আমরা ড্রাইভার।


১৯ ফেব্রুয়ারি,  ২০২১


#কবিতা


রাস্তার রাজা 

 - যাযাবর জীবন 


ছবিঃ মোবাইল ক্লিক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন