এখন গভীর রাত
তুই নিশ্চয়ই ঘুমে
হয়তো স্বপ্ন দেখছিস
আমি চুপিচুপি তোর জানালায়
দ্বিধা দ্বন্দ্ব নিয়েই উঁকি
তোর চোখ বন্ধ, ঠোঁটে হাসি; স্বপ্ন দেখছিস কি?
আমি অপলক চেয়ে থাকি
অপলক তোকে দেখি
একমনে চুপিচুপি;
জানালার এপাশ থেকে হাত রাখি তোর কপালে, মনে মনে
দূর থেকে আদর দেই কপাল চুমে
ওপাশে যেতে বড্ড ভয়
যদি সামলাতে না পারি!
যদি কাছে টেনে নেই!
যদি ভালোবাসা হয়ে যায়!
জানালার ঐ ওপাশে ঘুমিয়ে আছে একটা পরী
এপাশে একটা মানুষ, মানুষটা আমি
পরীর সাথে মানুষের কি আর ভালোবাসা হয়?
তবুও যখনই সময় পাই! যখনই সুযোগ হয়
আমি স্বপ্নে স্বপ্নে পরীর জানালায়
পরী স্বপ্ন দেখে হাসে, স্বপ্ন দেখে ঘুমায়
আমি কখনোই তার খুব কাছে যাই না
নিজেকে বড্ড ভয়, যদি সামলাতে না পারি!
যদি ভালোবাসা হয়ে যায়!
ধ্যাত! তাই কি হয়!
মানুষ আর পরী! তাই তো ভয়;
আমি খুব মাঝে মাঝে স্বপ্ন দেখি
ঐ তো জানালার ওপাশে ঘুমিয়ে আছে একটা পরী
জানালার এপাশে আমি
আর বাকিটা পরী আর আমার স্বপ্ন কাহিনী,
স্বপ্নে স্বপ্নে আমাদের হতে হতেও না হওয়া একটি প্রেম কাহিনী।
২৯ মার্চ, ২০২১
#কবিতা
স্বপ্নে স্বপ্নে প্রেম কাহিনী
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন