বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

পাখির ডানায়

আমার ডানা নেই তবুও উড়তে মন চায়, পাখির ডানায়

মাছেরা নদীতে সাঁতার কাটে, আমি হেঁটে বেড়াই ডাঙায় 

ভালোবাসা কখনো বড্ড ভাসায়, ডোবায়, কাঁদায়, হাসায়  

স্বার্থ আপন সব সম্পর্কগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে কাঁদায়; 


খুব ইচ্ছে করে পাখি হতে, স্বার্থের ওপরে উঠে যেতে

মানুষ হয়ে জন্ম, স্বার্থের আঘাত সইতে হয় মাথা পেতে 

যখন খুব রক্তাক্ত হই! কোন একটা পাহাড়ে চলে যাই

যখন খুব কান্না পায়! চুপিচুপি একা সাগরে চলে যাই; 


ভাগ্যিস পাহাড় সম্পর্কের কথা বলে না দূরে ঠেলে দিয়ে

সাগর স্বার্থের কথা বলে না কখনো, সম্পর্কের খোঁটা দিয়ে 

একদিন খুব ইচ্ছে করে আকাশে চলে যাব সবকিছু ছেড়ে

শরীরটা মাটি হয়ে গেলে কে পাবে আমায় মাটি খুঁড়ে খুঁড়ে!



১২ এপ্রিল, ২০২২


#কবিতা 


পাখির ডানায় 

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন