শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

এখানে বন, মনের মতন

  এখানে বন, মনের মতন

  - আহসানুল হক


মানুষের জঙ্গলে বাস করে করে যখনই মন ক্লান্ত 

হাঁপ ছাড়ার জন্য চলে যাই বন, করতে মন শান্ত 

এখানে গাছের সারি কুল কুল বয়ে চলে নদী

পাখ-পাখালি দেখে ইচ্ছে করে পাখি হতেম যদি;


এখানে দূষণ নেই চারিদিক শান্ত, সবুজ সবুজ বন

এখানে পশু পাখির বাস যার যার নিজের মতন

এখানে নদীতে জোয়ার ভাটা সময়ের কাটা ধরে

পরিযায়ী পাখি কিছু খেলা করে নদীর চরে চরে;


এখানে এলেই মন সবুজ সবুজ, অবুঝ সবুজ বন

সুখ দুঃখ জোয়ার ভাটা, নদীতে ঢেউয়ের মতন 

কোথাও সবুজ, কোথাও হরিত, কোথাও পাখির ডাক

বনের কোথাও মেঠো পথ আর কোথাও পথের বাক;


এখানে ভাটায় পানি নেমে গেছে ওখানে এখনো নদী

দিনমান জোয়ার-ভাটার কুলকুল নদী বয় নিরবধি

এখানে গান গায় ডাহুক, বুলবুল, কোকিল, চশমা টুনি

জঙ্গলের নিস্তব্ধতায় আমি বিভোর পাখির গান শুনি;


এখানে স্বার্থ নেই, প্রকৃতিতে নিজেকে ভুলে থাকার মন

এখানে এসে আমি আমার মতন, যখন যেখানে যেমন

এখানে কলুষতা নেই, চারিদিক নির্মল বনের হাসি

তাইতো ফুরসত করে, বারবার বনেতে ফিরে আসি।


#কবিতা


 এখানে বন, মনের মতন

  - আহসানুল হক


২০ ফেব্রুয়ারি, ২০২৩

সুন্দরবন, ইন্ডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন