মেয়ে হওয়ার যন্ত্রণা
- আহসানুল হক
মেয়ে হওয়ার যন্ত্রণা অনেক
শুধুমাত্র মেয়েরাই বোঝে
ছেলেরা মজা খোঁজে;
সেই ছোটবেলা থেকে শুরু,
আদরের ছলে ছেলেদের ছোঁয়া গুলো যেন কেমন কেমন
তারপর একটু বড় হতে না হতেই শরীরে কিছু পরিবর্তন
পরিবর্তন আশেপাশের লোকজনের ব্যবহারে, তাদের তাকানোতে
কেমন যেন বড্ড গা ঘিন ঘিনে,
হোক সে তুতো ভাই বোন
কিংবা মামা, চাচা বা খালু
অথবা পাশের বাড়ির ভদ্ররলোক,
সবারই কেমন গান ঘিনঘিনে চাহনি
জিহ্বায় ঠোঁট চাটা আর সারাক্ষণ ছোক ছোক
এনারা সবাই তথাকথিত অমানুষ নামক ভদ্ররনোক;
কেউ না বুঝলেও মা বুঝে
আড়াল করে রাখে মেয়েকে
সাবধান বানী শোনায় সকালে বিকালের রাতে
মেয়েও তার শরীরের পরিবর্তন বুঝে রাতে ও প্রাতে,
মেয়েদের জীবনটাই এমন
চিনতে দেরি হয় না দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি গুলো
বুঝতে দেরি হয় না ছোঁয়াগুলোর রকম সকম,
পুরুষদের থেকে নিজেদের বাঁচাতে বাঁচাতেই কেটে যায় বিবাহ পূর্ববর্তী জীবন;
তারপর আসে বিবাহ নামক এক বহুল প্রতীক্ষিত লগ্ন
মায়েদের চিন্তার সমাপ্তি
মেয়েদের নতুন জীবনে প্রবেশ,
কিছুদিন মধুচন্দ্রিমা তারপর হেঁসেল
রান্না বান্না ঘর সামলানোর পালা
কাকভোর থেকে শুরু, সমাপ্তি রাত্রির দ্বিপ্রহর
ঘুমানো কি যায়? স্বামী শরীর চায়
ক্লান্ত শরীর বিছানায় লাগাতে না লাগাতেই আবার কাকভোর
পান থেকে চুন খসলেই শাশুড়ির কথার ছুরি
বাবা মা কিছুই শেখায় নি, ওরে মূর্খ ছুঁড়ি
মায়ের সুর ধরে ছেলের গলায় বোমা
উড়ে যায় বিবাহের মধুচন্দ্রিমা
কিছুদিন সংসার করেই বোঝে বাবার ছায়াতলে জীবনটা ছিলো বেশ;
এবার মা হবার পালা,
মেয়ে জন্ম নিলো তো মায়ের মন চিন্তায় ফালাফালা
মেয়ে বড় হতেই মায়ের অতীত চোখে ভাসে
চিন্তায় মায়ের চোখে ঘুম কি আর আসে!
মেয়েকে গোপনে শেখায় বেঁচে থাকার কলা
মেয়ের শরীরে ততদিনে ছেলেদের চাউনির ফলা
এভাবে ক্রমাগত.....
যুগের পর যুগ
নারী পণ্য নয় তবুও পুরুষের ভোগ;
নারীও পরিপূর্ণ মানুষ, পুরুষেরই মত
মন আছে তারও, আছে পুরুষের যত
এক সময় বোঝে পুরুষ, নিজের কন্যা হলে
মানুষ হতেই হয় তাকে, বাবা হতে হলে।
#কবিতা
মেয়ে হওয়ার যন্ত্রণা
- আহসানুল হক
০৮ মার্চ, ২০২৩
লেপ্চাখা, উত্তরবঙ্গ
(নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন