শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

সম্পর্ক - বাবা-মা, সন্তান

 সম্পর্ক - বাবা-মা, সন্তান 

 - মোঃ আহসানুল হক 



আয়নায় দাঁড়ালেই প্রতিচ্ছবি

 

মানুষটাকে কি আসলে আমরা চিনি?

 

কেউ দেখেন নর কেউ দেখে নারী

 

লিঙ্গ ভেদে ক্যামেরার সামনে যার যার প্রতিচ্ছবি;


আয়নার মানুষগুলো একজন আরেকজন থেকে কতই না আলাদা

 

একই মানুষের হরেক রকম ব্যবহার, নানা রকম চেহারা  

ভিন্ন ভিন্ন সম্পর্কের মানুষের সাথে ভিন্ন ভিন্ন আচরণ 

অথচ আয়নার মানুষটা কিন্তু এক জনই,

কখনো আয়নার মানুষটাকে জিজ্ঞেস করে দেখেছি?

একেক জনের সাথে এক একরকম আচরণের কারণ; 


এক একদিন আয়নাকে এক একটা সম্পর্কের সাথে 

ভিন্ন ভিন্ন আচরণের কারণগুলো জিজ্ঞেস করেই দেখি না! 

হয়তো নিজেই উত্তর খুঁজে পাব, কিংবা পাব না 

উত্তর কি সহজে পাওয়া যায়? মনের ভেতর যে খুঁজে না!  


আজ সবচেয়ে কাছের একটা সম্পর্কের দিকে তাকাই - বাবা-মা  

এর থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না 

বাবা-মায়ের সাথে সন্তানের এক রকম চেহারা

 

সন্তানের সাথেও বাবা-মার একই রকম চেহারা 

তবে

 ছেলেবেলার সন্তান আর পূর্ণবয়স্ক সন্তান

 মানুষটা একই হলেও 

বাবা-মার সাথে সম্পর্কটা একই থাকে না, 

একই রকম থাকে না তাঁদের সাথে আচার আচরণ ব্যবহার

সর্বোপরি চিরকাল একই রকম থাকে যখন সন্তানের হয়ে যায় সংসার; 


কথাটা কি ঠিক বলেছি? 

আয়নার মানুষটাকে জিজ্ঞেস করেই দেখি না! 


এই যে মা দশ মাস পেটে রাখলো আর বাবা সন্তান মানুষ করার জন্য বিলিয়ে দিলো! 

সন্তান হিসেবে আমরা ধরেই নিয়েছি - এটাই বাবা-মায়ের দায়িত্ব,  

ও হে! আয়নার মানুষকে একবার নিজের দায়িত্বের কথাটা জিজ্ঞেস করেই দেখ না!

অবশ্যই কোন উত্তর পাবে না, কিংবা মানুষ'টা উত্তর জানলেও দেবে না,  

বাবা-মা ভাই বোন সন্তান সন্ততি নিয়েই আমাদের সংসার   

তবুও আজকাল বৃদ্ধাশ্রমে ভরে গেছে চারিধার;


আয়না'র মানুষটা সব জানে 

শুধু বিবেক'কে লুকিয়ে রাখে পারদের ওপারে। 



#কবিতা 


সম্পর্ক - বাবা-মা, সন্তান 

 - মোঃ আহসানুল হক 



১৫ সেপ্টেম্বর, ২০২৩ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন