বুধবার, ১০ নভেম্বর, ২০১০

অজানার পথে

তুমি আর আমি পথ চলেছিলেম
কোন এক সাঁঝের বেলায়
স্বপ্নেরও ঘোরে
হাতে হাত রেখে
অজানার পথে।

মাথার উপর দিয়ে সন্ধ্যাকাশে উড়ে চলেছিল
ঝাঁকে ঝাঁকে পাখীসব ডানা মেলে দিয়ে
নীরে ফেরার তরে।

লাঙ্গল কাধে কৃষকের বাড়ি ফেরার পালা
সারি বেধে আউশ ক্ষেতের আইল ধরে,
সাথে করে ক্লান্ত হালের বলদ্গুলি
সারাদিনের পরিশ্রমে, সারি সার বেধে।

রাখাল বালকের দল মেঠো পথ ধরে
গরুর পাল নিয়ে বাড়ি ফেরে
এক পা দু পা করে
মাঝে মাঝে বেজে ওঠে ক্লান্ত সূরে
রাখালিয়া বাঁশিখানি
ক্লান্ত তার ঠোটের ওপরে ।


তাড়া ছিল বাড়ি ফেরার তরে সবার,
শুধু তুমি আর আমি চলেছিলেম
ডুবন্ত সূর্যাস্তের পানে
অজানার পথে
হাতে হাত রেখে
বিলীন হয়ে যেতে ওই
সূর্যাস্তের দেশে
কিংবা,
অনেক দূরে কোথাও
যেথায় কুয়াশার চাদর
মিলে মিশে একাকার হয়ে আছে
দিগন্তের ওপারে
আধো অন্ধকারে।

তুমি আর আমি পথ চলেছিলেম
হাতে হাত রেখে
অজানার পথে
অজানার পথে
অজানার পথে..................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন