রবিবার, ২৮ নভেম্বর, ২০১০

হারানো মুখ

কত শত মানুষ দেখি
প্রতিদিন রাস্তায়
খুঁজে ফিরি তোমায় আমি
লক্ষ কোটি মানুষের ভিরে
শুধু একটিবার দেখিবার তরে।

স্টেশনে বসে থাকি প্রতিদিন
ঠিক ট্রেনটা আসার কালে
খুঁজে ফিরি সেই মুখখানি
হাজার মানুষের ভিরে
ট্রেন আসে ট্রেন যায়
পাই না দেখা তোমার।

লক্ষ কোটি তারার মেলায়
খুঁজে ফিরি একটি জ্বলজ্বল নক্ষত্র
হারিয়ে ফেলেছি যারে
কোন এক অন্ধকারে
আমারই কিছু ভুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন