মেঘ পিওন
ও মেঘ পিওন
একটু দাড়াও না ভাই
দেখ না খুঁজে তোমার চিঠির ঝোলাটা একটু
ঝোলার কোনো ফাঁকে পড়ে রয়েছে নাকি
আমার অমরাবতির চিঠিখানি ।
সে যে কথা দিয়েছিল
চিঠি পাঠাবে আমায়
প্রতিদিন না হলেও মাসে একটা অন্তত
তাও যদি না হয় তাহলে বছরে
না হয় যুগে একটা করে
নিজে পোস্ট করতে না পারলে
দিয়ে দেবে মেঘপিওনের কাছে।
দেখ না খুঁজে তোমার চিঠির ঝোলাটা একটু
ঝোলার কোনো ফাঁকে পড়ে রয়েছে নাকি
আমার অমরাবতির চিঠিখানি ।
সেই কবে থেকে পথ চেয়ে বসে আছি
চিঠিখানার জন্য আকুল হয়ে
তুমিও আসো না সহসা
দরজায় কড়া নেড়ে বল না যে
নিয়ে এসেছি তোর অমরাবতির চিঠিখানি
তোর সেই অনেক দিনের প্রতিক্ষার চিঠিটা।
তাই আমি নিজেই তোমায় খুঁজে ফিরি
এদিক ওদিক
আজ খুঁজে পেয়েছি বহুদিন পরে তোমায়
আমার মেঘ পিওন ভাই ।
ও মেঘপিওন ভাই
দেখ না খুঁজে তোমার চিঠির ঝোলাটা একটু
ঝোলার কোনো ফাঁকে পড়ে রয়েছে নাকি
আমার অমরাবতির চিঠিটা?
মনের কথাটা সে মুখ ফুটে বলে নাই কভু
বুঝিয়েছিল ইংগিতে শুধু
আর যাওয়ার সময় বলে গিয়েছিল
চিঠি দেবে মেঘপিওনের কাছে
সেই থেকে বসে আছি পথ চেয়ে
তোমার আগমনের
ও মেঘপিওন ভাই
দেখ না খুঁজে তোমার চিঠির ঝোলাটা একটু
ঝোলার কোনো ফাঁকে পড়ে রয়েছে নাকি
আমার অমরাবতির চিঠিটা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন