জানালার শার্শীতে গাল ঠেকাই এপাশ হতে
হিম শীতের রাতে
ওপাশে তে জমে ঘন কুয়াশা
এপারে আমার স্মৃতির অস্রুগুলি
নেমে আসে গাল বেয়ে
কুয়াশা গভীর ঘন হতে হতে
ওপারে নামে যে কান্না
জানালার চোঁরা ফাক গলে ভেসে আসে
শীতের হিমেল হাওয়া
মনের চোঁরা ফাক গলে ঢুকে পরেছ
কখন তুমি জানি না
ঘুনপোকা হয়ে বাসা বেধেছ
আমার শরীরে
আমার অস্তিত্তের মাঝে
স্মৃতি নামক ঘুনপোকাটি বাসা বেধেছে
মস্তিস্কের ভেতরে
তুমি নামক ঘুনপোকাটি বাসা বেধে আছ
হ্রদয় গভীরে
স্মৃতিগুলো আচর কাটছে আজ নিওরন কোষে
তুমি ঘুনপোকা হয়ে খুড়ছ হ্রদয়, রক্ত ঝরাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন