ভবের কথা
- যাযাবর জীবন
লালন বলে দ্বীনের কথা
আমি দেখি রাতের ব্যথা
সভ্য হতে বলে লালন
চারিদিকে দেখি সবই অসভ্যেরই বেশে
লালন বলে ভবের কথা
আমি শুনি ভাবের ভাষা
কানের কাছে চারিপাশে
গুঞ্জরিয়া ওঠে
লালন বলে মোহ মুক্তি মানবের কল্যাণ
তার পথে যে ধরে, ভবে হয় যে অপমান
স্বার্থ বিহীন মানুষ কোথায়
মুখোশ-ধারি ঘুরে বেড়ায়
লজ্জা শরম বালাই যে নাই
টাকায় কেনা গোলাম সবাই
মনুষ্যত্ব বিকোয় টাকায়
কড়ির পিছে যায় ছুটে যায়
জলাঞ্জলি মনুষ্যত্ব
তাতে আবার কি এসে যায়?
দুপেয়ে মানুষ মোরা
লালন বুকে করি সাধনা
চারপেয়ে প্রাণীর কাছে
হেরে যায় মানবে যে
বোধ বুদ্ধি লোপ পেয়ে
যখন টাকায় বিকোয় গিয়ে
ভেবে দেখো ভবের কথা
বলে গেলাম কিছু কথা
মানুষ যদি হই আমরা
টাকার গোলাম হয়ে
চার পেয়ে প্রাণীর কাছে
যাব আমরা হেরে।
আল্লাহ খোদা মনে তে যার
পীর ফকিরের দরকার কি তার
বুঝের মানুষ অবুঝ হয় রে
পাপের গোলাম হলে
আসবে রে ডাক যে কোনোদিন
যেতে হবে চলে
টাকা কড়ি বাড়ি গাড়ি
সবই যাবি ফেলে
সারে তিন হাত মাটির তলায়
থাকবি অন্ধকারে।
যেতে হবে রে ঐ ভূবনে
চাইবে হিসেব তোর ভগবানে
জবাব দেব কি বা তারে
মনুষ্যত্ব বিসর্জনে
আখেরাতের দিনে
দ্বীনের পথে চলার সময়
যায় নি রে কো থেমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন