অস্থির জীবন
- যাযাবর জীবন
ঘনিয়ে আসলে সন্ধ্যের ছায়া
অন্ধকারে ডুবে যায় ধরা
আমার সাথে মিশে
ভাবনার ভব ঘরে ডুব দিয়ে
দেখি অতল অন্ধকার
প্রলয়ঙ্করী ঝড়ে তচনচ হাহাকার
মনের ভেতর;
অথচ প্রকৃতি শান্ত নিরব।
ঘরে ফেরে মানুষ প্রিয়জনের কাছে
দুহাত বাড়িয়ে পথ চেয়ে আছে
অথচ আমার কোথাও যাওয়ার জায়গা নেই;
অন্ধকার গভীর হলে
বিধ্বংসী ঝড় বুকে নিয়ে
বন্দী করে নিজেকে নিজে
আঁচরে কামরে নিজেকে ক্ষত বিক্ষত হৃদয়ে
হাজারো ভুলের ভেলায় ভেসে
পাড়ি দেই তমসার ঘন অন্ধকার
উল্টো রথে চড়ে বসেছি আমি
নিয়ে জীবনের হাহাকার
এ কেমন অস্থির জীবন আমার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন