শ্রাবণের মেঘে মনের বরিষণ
- যাযাবর জীবন
টাপুর টুপুর টাপুর টুপুর রিমঝিমাঝিম ঝরে
শ্রাবণেরই মেঘগুলো সব আকাশ থেকে পড়ে
রিমঝিমাঝিম রিমঝিমাঝিম রিমঝিম ঝিম ঝরে
শ্রাবণেরই মেঘগুলো সব বৃষ্টি হয়ে পড়ে
খেলছে রে দেখ ঐ মাঠেতে দামাল ছেলের দল
ভাবনা চিন্তা নেই তো কিছু পড়ায় ফাঁকির ছল
বই খাতা সব টেবিলেতে আলসে পড়ে রয়
বৃষ্টি দিনে পড়ার ফাঁকি আজ খেলার সময়
আলসে গায়ে চাদর মুরি বাবা বিছানায়
মা যে আমার রান্নাঘরে খিচুড়ি চুলায়
ভাইটি আমার পড়া ফেলে দামাল ছেলের দলে
বোনটি আমার আলসেমিতে ঘুম ঘুম চোখ ডলে
শ্রাবণ দিনের মেঘের আকাশ নানা রঙের খেলা
মন যে আমার শূন্য কেমন গড়িয়ে যায় বেলা
বৃষ্টি ভেজা মেঘের দিনে তোকে মনে পড়ে
আমার হয়ে মেঘগুলো সব কান্না হয়ে ঝরে
রিমঝিমাঝিম রিমঝিমাঝিম রিমঝিম ঝিম ঝরে
শ্রাবণেরই কান্নাগুলো আকাশ থেকে পড়ে
টিপটিপ টিপ টিপটিপ টিপ টিপটিপ টিপ করে
তোর কথাটি মনে হলেই অশ্রু চোখে ঝরে
মেঘলা আকাশ বাউল বাতাস
শ্রাবণ মেঘের ঘরে
একটুখানি মন খারাপে
কান্না হয়ে ঝরে
মেঘ থমথম গুড়ু গুড়ু শ্রাবণ দিনের খেলা
এখন সূর্য এখনই মেঘ ইচ্ছে হাওয়ার মেলা
টিপ টিপ টিপ সারাটি দিন ঝিরি ঝিরি ঝরে
মন বসে না কোন মতেই একলা আমার ঘরে
যখন তখন খেয়ালী মন
আকাশ কালো করে
তোর কথাটি মনে হলে
কান্না ঝরে পরে
রিমঝিমাঝিম রিমঝিমাঝিম রিমঝিম ঝিম ঝরে
শ্রাবণেরই কান্নাগুলো আকাশ থেকে পড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন