প্রতিহিংসা
- যাযাবর জীবন
জ্বলছে কয়লা উনুনে
পুড়ছে হৃদয়
অন্ধকারে আগুন জ্বেলেছি, নিজ গায়ে
জ্বলন্ত মশাল তোর হাতে
লালাভ আলো, কেমন লাগছে?
মাদক-মাদল বেজেছে কি তোর বুকে
একটুখানি............
প্রতিহিংসার আগুনে পুড়িয়ে?
না হলে এখনো সোম-সূরা রয়ে গেছে
কিছুটা বোতলে
ভালো করে জীবন্ত মশাল জ্বালিয়ে নে।
চেয়ে দেখ না ভালো করে!
জীবন্ত পোট্রেট, দাউদাউ জ্বলছে তোর সামনে
থলথলে হলুদাভ মস্তিষ্ক
সাথে হৃদয় চেরা কিছু রক্ত
জলরং গুলে নিলি
হাতে তুলে নিলি তুলি সযতনে
অযতনে এ কি ছবি আঁকলি?
ঘৃণার জলছবিতে কান্নার রেশ.........
তোকে দিয়ে কিছু হবে না।
তার থেকে পিটিয়ে যা মাটির শবে ছেনি হাতুড়ী
শব্দের মালা গেঁথে কাব্য হয় না
অব্যক্ত যন্ত্রণায় কাঁদে,
থেঁতলানো কবিতার অবয়ব......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন