দৃষ্টি
- যাযাবর জীবন
দুজন দুজনার পানে
তাকিয়ে আছি অভিমানে
সেই কত দিন থেকে
কার ডাক আগে আসে;
স্বচ্ছ দৃষ্টি তোর
ঝাপসা আমার
জানিস ই তো ভালো করে তুই
তোর দিকে তাকালেই
কেমন ঝাপসা হয়ে আসে চশমার কাঁচ
জলীয় বাষ্প আমার চোখে হয়তো একটু বেশী
নয়তো আবেগ।
তোর দৃষ্টি স্বচ্ছ ছিল চিরকালই
অনেক ভেতর পর্যন্ত দেখতি আমায় খুলে খুলে
অনেক দূর পর্যন্তও, যেথায় আমার দৃষ্টি পৌঁছত না
আসলে স্বপ্নালু দৃষ্টিতে বাস্তব দেখা যায় না।
আমি বাস্তব আগেও বুঝি নি
এখনো বুঝি না
শুধু তোর পানে চেয়ে থেকেছি
আর ভালবেসেছি;
বোঝাবুঝির দায়িত্ব একান্তই তোর
কাছে টেনে নেয়ার
কিংবা ছুঁড়ে ফেলে দেয়ার।
চশমার কাঁচটা আবার ঘোলা হলো কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন